আত্মগোপন না করে তদন্তে সাহায্য করুন, রিয়াকে বার্তা বিহার পুলিশের
RBN Web Desk: আত্মগোপন না করে রিয়া চক্রবর্তীকে অভিনেতা সু্শান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে সাহায্য করার আহ্বান জানাল বিহার পুলিশ। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বই পুলিশ। ছেলের প্রাক্তন বান্ধবী, অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে ১৬ দফা অভিযোগ এনে পাটনার রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কৃষ্ণকুমার সিং। কৃষ্ণকুমারের অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের চার সদস্যের একটি দল ঘটনার তদন্তে ২৭ জুলাই মুম্বই পৌঁছয়। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা রিয়ার কোনও খোঁজ পাননি।
বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পাণ্ডে গতকাল এক বেসরকারী টেলিভিশন চ্যানেলের মাধ্যমে রিয়াকে আত্মগোপন ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। গুপ্তেশ্বর বলেন, সুশান্তের মৃত্যুর পর রিয়াই সর্বাগ্রে এই ঘটনার সিবিআই তদন্ত চেয়েছিলেন। তাহলে এখন তিনি মুম্বই পুলিশ ও বিহার পুলিশের তদন্তে সাহায্য করছেন না কেন? তিনি যদি নির্দোষ হন তাহলে এই লুকোচুরি খেলার অর্থ কী? গুপ্তেশ্বর বলেন, তাঁরা কাউকে অভিযুক্ত হিসেবে দাঁড় করাতে চাইছেন না। সুশান্তের মৃত্যুর পেছনে যদি সত্যিই কোনও রহস্য থেকে থাকে, তাহলে তা তদন্তের মাধ্যমেই উদ্ঘাটিত হবে, বলেন গুপ্তেশ্বর।
আরও পড়ুন: কাটল জট, শুরু হলো ‘কৃষ্ণকলি’ ও অন্যান্য ধারাবাহিকের শুটিং
এদিকে সুশান্তের মৃত্যু তদন্তে বিশিষ্ট আইনজীবি সতীশ মানশিন্ডেকে তাঁর কৌঁসুলী হিসেবে নিযুক্ত করেছেন রিয়া। এর আগে সলমন খান, সঞ্জয় দত্তের মতো তারকাদের মামলা সামলেছেন সতীশ। ১৯৯০ সালে মুম্বই (তৎকালীন বম্বে) বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের কৌঁসুলি ছিলেন সতীশ। মহারাষ্ট্রের চাঞ্চল্যকর পালঘর হত্যাকাণ্ড মামলাও লড়েছিলেন তিনি। এছাড়া সলমনের হয়েও তিনি কোর্টে দাঁড়ান বলে জানা গিয়েছে।