অন্য মেগা-ধারাবাহিকে পায়েল দে
RBN Web Desk: সম্প্রতি জাহানারা ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন পায়েল দে। এই ধারাবাহিকে রুবিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। পায়েল বেশ কয়েক মাসের অন্তসত্ত্বা আর ডাক্তার তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। তাই তাঁর পরিবর্তে রুবিনার চরিত্রে এবার দেখা যাবে সুরঞ্জনা রায়-কে।
সংবাদমাধ্যমকে পায়েল জানিয়েছেন, দৈনিক ধারাবাহিক শ্যুট করা অত্যন্ত পরিশ্রমের। এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁর সন্তানের জন্ম হওয়ার কথা। এটিই তাঁর প্রথম সন্তান, তাই ডাক্তার তাঁকে বেশি সতর্ক থাকতে বলেছেন, জানালেন পায়েল।
ফটো অ্যালবাম: পরমব্রতর নতুন ওয়েব সিরিজ় শরতে আজ
তবে জাহানারা থেকে সরে দাঁড়ালেও, টেলিভিশন থেকে এখনই বিরতি নিচ্ছেন না এই অভিনেত্রী। এক অন্য মেগা-ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। জয় কালী কলকত্তাওয়ালী ধারাবাহিকে এক অন্তস্বত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি সাময়িক, মাত্র কয়েকটি পর্বের জন্য। শ্যুটিংয়ের ধকলও কম। তাই রাজি হয়েছেন পায়েল।