শেষ হতে চলেছে ‘বকুল কথা’, আসছে নতুন ধারাবাহিক
RBN Web Desk: শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বকুল কথা’। ২০১৭ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ‘বকুল কথা’র দুই মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন ঊষসী রায় ও হানি বাফনা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সুমন্ত মুখোপাধ্যায়, শাশ্বতী গুহঠাকুরতা, শুভ্রজিৎ মিত্র ও মল্লিকা সেনগুপ্ত।
শুরু হওয়ার পর থেকেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের সাপ্তাহিক আরবান ১৫+ টিআরপি তালিকায় স্থান পাকা করে রেখেছিল ‘বকুল কথা’। টানা দু’বছর জনপ্রিয়তা ধরে রাখা যে কোনও টেলিভিশন ধারাবাহিকের ক্ষেত্রেই বেশ উল্লেখযোগ্য ঘটনা।
আরও পড়ুন: ‘ল্যাদ’ খেলেন ঋত্বিক, প্রেরণায় অনির্বাণ
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে যে ১ ফেব্রুয়ারি সম্প্রচারিত হবে ‘বকুল কথা’র শেষ পর্ব। সেই স্লটেই ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক ‘ফিরকি’। এক বৃহন্নলার মাতৃত্বের কাহিনী দেখা যাবে ‘ফিরকি’তে।