শিষ্যকে দেওয়া উপহারে বাঁধা গুপ্তধনের সংকেত
RBN Web Desk: ইতিহাসের পাতায় মিঞা তানসেনের নাম শোনেননি এমন মানুষ খুব কম। মোঘল সম্রাট আকবরের সভার নবরত্নের এক রত্ন ছিলেন সভাগায়ক তানসেন, যাঁর আসল নাম রামতনু মিশ্র। কথিত আছে, দীপক রাগ গেয়ে আগুন জ্বালাতে পারতেন তিনি। একটি তানপুরাকে আশ্রয় করে ভারতীয় রাগসঙ্গীতে বহু রাগ-রাগিনীর রূপকার তানসেন। এমনও শোনা গেছে তানসেন সেই তানপুরা তাঁর এক প্রিয় শিষ্যকে উপহার দিয়েছিলেন।
পরবর্তীকালে সেই শিষ্য মারফৎ অনেক হাত ঘুরে বেরিয়েছে তানসেনের তানপুরা। তাহলে সেই সুরযন্ত্রটি এখন কোথায়? সম্ভবত এই প্রথম ভারতীয় রাগসঙ্গীতের ওপর নির্ভর করে নির্মিত হয়েছে এক গুপ্তধন সন্ধানের গল্প। সৌমিক চট্টোপাধ্যায় পরিচালনায় ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজ়টির কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই রহস্যাবৃত যন্ত্র। এটি এমনই এক গুপ্তধন সন্ধানের গল্প যেখানে মিশে গিয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ-রাগিণী, বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র এবং এসবকিছুর মধ্যে দিয়েই তৈরি হওয়া ধাঁধা ও তার উত্তর।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
‘তানসেনের তানপুরা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, নীল মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায় ও অনুরাধা মুখোপাধ্যায়। রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জয়তী ভাটিয়া। ‘তানসেনের তানপুরা’ সিরিজ়ের কাহিনীকার সৌগত বসু। এর আগে ‘আলিনগরের গোলকধাঁধা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন সৌগত। যেহেতু সঙ্গীতনির্ভর, তাই এই সিরিজ়ে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার, গানের কথা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। শুধু ভারতীয় রাগসঙ্গীত নয়, পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়াও থাকবে এই সিরিজ়ে। ‘তানসেনের তানপুরা’র গান গেয়েছেন জীমূত রায়, সোমলতা আচার্য, শুভমিতা বন্দ্যোপাধ্যায় ও তুষার দত্ত।
মোট দু’টি সিজ়নে দেখা যাবে ‘তানসেনের তানপুরা’। আগামীকাল মুক্তি পাবে এই সিরিজ়ের প্রথম সিজ়ন।