গৃহবন্দী অমলের কথা নিয়ে ‘দ্য পোস্ট অফিস’

RBN Web Desk: কবিরাজ আর পিসেমশায়ের কড়া শাসনে দিনের পর দিন কিশোর অমলকে ঘরে বন্দী হয়ে থাকতে হয়। তার কঠিন অসুখ। কিন্তু অমলের মনকে বেঁধে রাখা কবিরাজের অসাধ্য। সে কেবলই ছুটে যেতে চায় পাঁচমুড়া পর্বতের ধরে শ্যামলী নদীর তীরে। পথচলতি মানুষকে জানলা দিয়ে ডেকে সে বলে, ‘আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম।’

সেই গৃহবন্দী অমলের কথা নিয়েই এবার রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘ডাকঘর’ অভিনীত হতে চলেছে ইংরেজিতে, নাম ‘দ্য পোস্ট অফিস’। এই ডিজিটাল মিউজ়িক্যাল নাটকটি পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন। নাটকের দুই মুখ্য চরিত্র অমল ও ঠাকুরদার ভূমিকায় থাকবেন ঋতব্রত মুখোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন উন্মেশ গঙ্গোপাধ্যায়, সুপ্রতিম সিনহা, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তনিকা বসু, সুহোত্রা মুখোপাধ্যায় ও সৌম্যদীপ চক্রবর্তী ।

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

নাটক প্রসঙ্গে অভ্রজিৎ রেডিওবাংলানেট-কে জানালেন, “আলিয়ঁস ফ্রঁসে যেহেতু ফরাসি সংস্থা, তাই বাংলায় না করে নাটকটা এমন কোনও ভাষায় করতে চেয়েছিলাম যাতে সেটা অনলাইন মাধ্যমে সারা পৃথিবীর দর্শকের কাছে পৌঁছয়। সেক্ষেত্রে ইংরেজিতে করাই সবথেকে স্বাভাবিক লেগেছিল। মূল নাটক থেকে আমার খুব একটা সরিনি। ভাষার রূপান্তরটুকু করা হয়েছে উদ্দেশ্যটাকে মাথায় রেখে। কস্টিউম বা পিরিয়ড ড্রামা বলতে যা বোঝায় এটা ঠিক তেমন নয়। তবে নাটকটাকে আধুনিকও করা হয়নি। এমনভাবে সাজানো হয়েছে যে দর্শক নিজের মতো করে সময়টাকে ভেবে নিতে পারবেন।”

যেহেতু মিউজ়িক্যাল ড্রামা তাই নাটকে পাঁচটি রবীন্দ্রসঙ্গীত থাকছে। সেগুলো বাংলাতেই শোনা যাবে। 

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

‘ডাকঘর’কে বেছে নেওয়ার কারণ হিসেবে অভ্রজিৎ জানালেন, “অমলকে যেভাবে আইসোলেশনে রাখা হয়েছিল আমরাও এখন সেভাবেই রয়েছি। বাড়িতে বন্দী অবস্থায় মন ছুটে যেতে চাইছে বাইরে, অথচ আমরা নিরুপায়। সেই কারণেই এই নাটকটা বেছে নেওয়া। অনুবাদে আমরা কোথাও কোয়ারনটাইন শব্দটা রাখিনি। তবে অমলের স্বাধীনতা চাওয়ার আকুতির মধ্যে কোথাও যেন এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষের চাওয়াটা লুকিয়ে রয়েছে।” 

নাটকে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দিব্যকমল মিত্র, মেঘাতিথি বন্দ্যোপাধ্যায় ও রোহন চক্রবর্তী। আলিয়ঁস ফ্রঁসে ও হোল নাইন ইয়ার্ডসের যৌথ প্রয়াসে ২৮ জুন ‘দ্য পোস্ট অফিস’ জ়ুমে অফবিট সংস্থার মাধ্যমে সারা পৃথিবীর বিভিন্ন টাইমজ়োনে সম্প্রচারিত হবে। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *