নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ়
RBN Web Desk: নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি হতে চলেছে নতুন একটি ওয়েব সিরিজ়। নেতাজি বিষয়ক গবেষক চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধরের বই ‘কনানড্রাম’ অবলম্বনে একই নামের সিরিজ়টি পরিচালনা করছেন প্রীতম সরকার ও কিংশুক দে।
নেতাজির অন্তর্ধান নিয়ে ২০১৭ সালে হিন্দিতে সম্প্রচারিত হয় ‘বোস: ডেড অর অ্যালাইভ’ সিরিজ়টি। এছাড়াও ২০১৯-এ মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুমনামি’। তাহলে আবারও একই বিষয়ের ওপর ওয়েব সিরিজ় কেন? “‘গুমনামি’ ছবিটা হয়েছিল অনুজ ধরের লেখা ‘ইন্ডিয়া’জ় বিগেস্ট কভার-আপ’ অবলম্বনে। ওই বইয়ের পরে আরো অনেক তথ্য পাওয়া গেছে। তাই ওই ছবির থেকে অনেক বেশি কিছু থাকবে এই সিরিজ়ে,” দাবি প্রীতমের।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
নেতাজির অন্তর্ধানের মতো এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করা মানেই তা বিতর্কের সৃষ্টি করবে এ কথা মেনে নিলেন প্রীতম। “এই সিরিজ়ে যা দেখানো হবে তা ডকুমেন্টেড হিস্ট্রি। সেটা নিয়ে কেউ বিতর্ক সৃষ্টি করতে চাইলে কিছু বলার নেই। কাজটা করার সময় আমরা অনেক বেশি সত্যনিষ্ঠ থাকব। মানুষ কীভাবে সেটা নেবে সেটা সিরিজ়টা শুরু হলে বুঝতে পারব। তবে বিতর্কের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত,” রেডিওবাংলানেট-কে বললেন প্রীতম।
ডিজিটাল (ওটিটি) মাধ্যমে যেখানে প্রায় সকলেই থ্রিলার কিংবা সামাজিক ড্রামার ওপর কাজ করছেন, সেখানে এমন একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে কাজ করার সপক্ষে কিংশুকের যুক্তি, “জন্ম থেকে আমরা সুপারহিরো বলে যদি কাউকে জেনে থাকি তিনি একমাত্র নেতাজি। তাঁর অন্তর্ধান নিয়ে একটা অদম্য কৌতূহল আমাদের সকলেরই রয়ে গেছে। সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের সমাধান এতদিনেও হলো না কেন? এটা খুব লজ্জার ব্যাপার যে একটা স্বাধীন দেশের সর্বকালের সেরা মহানায়ককে নিয়ে কাজ করতে গেলে আজও আমাদের প্রথমেই ভাবতে হয় বিতর্ক হবে কিনা। এখনও আমরা তাঁর জন্মদিনটুকুই জানি। মৃত্যুদিনের জায়গায় আজও জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। এর চেয়ে বড় লজ্জা আর কীই বা হতে পারে।”
দুই পরিচালকেরই ইচ্ছা এবার সত্যিটা সামনে আসুক। তাঁরা এও চাইছেন যে এই রহস্য নিয়ে আরো রাজনীতি হোক, তবেই সুভাষচন্দ্রের অন্তর্ধান সংক্রান্ত ফাইল জনসমক্ষে আনার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা যাবে।
“নেতাজিকে আমরা বহুবার মেরেছি, আজও প্রতিদিন বারংবার মেরে চলেছি,” অভিযোগ প্রীতমের। “দুঃখজনক হলেও এটা সত্যি যে কোনও রাজনৈতিক দলই চায় না এই রহস্য উন্মোচিত হোক। কেন না ফাইল বেরোলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। অন্যান্য দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। নেতাজি সংক্রান্ত ফাইল আটকে রাখার পেছনে প্রতিটি রাজনৈতিক দলের কিছু স্বার্থ আছেই।”
এখনও পর্যন্ত মুখার্জি কমিশনের সামনে যেসব তথ্য উঠে এসেছে তার ওপর ভিত্তি করেই সিরিজ়ের কাজ হবে বলে জানালেন প্রীতম ও কিংশুক। কারা অভিনয় করবেন সে বিষয়ে জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মার্চে মুক্তি পেতে পারে সিরিজ়টি।