ডিটেকটিভ ড্যানিকে বড়পর্দায় আনছেন অঞ্জন
RBN Web Desk: ডিটেকটিভ ড্যানিকে এবার বড়পর্দায় আনতে চলেছেন অঞ্জন দত্ত। অঞ্জনের নিজের সৃষ্ট চরিত্র ডিটেকটিভ ড্যানি এবং সুব্রত শর্মার আবির্ভাব ঘটে গত বছর ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে। এ বছর বইমেলায় ড্যানি সিরিজ় নিয়ে অঞ্জনের লেখা বইও প্রকাশিত হয়েছে।
“ড্যানি এবার বড়পর্দায় আসছে,” রেডিওবাংলানেট-কে জানালেন অঞ্জন। “ডুয়ার্সের পর এবার সে দার্জিলিংয়ে যাবে। তবে এই দার্জিলিং আম বাঙালির চেনা দার্জিলিং নয় এটুকু বলতে পারি। একেবারে সাধারণ, নিম্ন মধ্যবিত্তদের দার্জিলিং উঠে আসবে ড্যানির গল্পে।”
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
কিছুদিন আগে অঞ্জনের মার্ডার সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ‘মার্ডার বাই দ্য সি’ মুক্তি পেয়েছে। এর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকে নিয়ে বেশ কয়েকটা ছবি করলেও অন্য কোনও গোয়েন্দা কাহিনী নিয়ে অঞ্জন বড়পর্দায় কাজ করেননি।
প্রথম সিজ়নে ডিটেকটিভ ড্যানি ব্যানার্জির (অঞ্জন) সেক্রেটারি রূপে দেখা গিয়েছিল সুব্রত শর্মাকে (সুপ্রভাত দাস)। গল্প উপন্যাসের মতো গোয়েন্দা চরিত্র নয়, বরং বাস্তবের প্রাইভেট ডিটেকটিভদের মতো একেবারেই ছাপোষা এক গোয়েন্দা এজেন্সি চালায় ড্যানি। সুব্রত তার সেক্রেটারি। গোয়েন্দাগিরি ব্যাপারটা তার পছন্দ না হলেও সুব্রত চাকরিটা ছেড়ে যেতে পারে না।
এদিকে একটি কেসে জড়িয়ে পড়ে তার তদন্ত করার আগেই খুন হয়ে যায় ড্যানি। ড্যানির মৃত্যুতে ভেঙে পড়লেও সুব্রত ঠিক করে বসের নাম দিয়েই সে এই এজেন্সি চালাবে এবং এই হত্যার প্রতিশোধ নেবে। ডিটেকটিভ ড্যানি নামের আড়ালে সুব্রতই হয়ে ওঠে পেশাদার গোয়েন্দা।
বড়পর্দায় সুব্রতর চরিত্রে এবারও সুপ্রভাতকেই দেখা যাবে। তবে ছবির নাম এখনও ঠিক করেননি অঞ্জন। অন্যান্য অভিনেতাদের নির্বাচন করার কাজ এখনও হয়নি বলে জানালেন তিনি।
ডুয়ার্সের পর দার্জিলিংয়ের পাহাড়ে জমে উঠবে সুব্রত শর্মার অ্যাডভেঞ্চার।
ছবি: গার্গী মজুমদার