হাল ছাড়ছেন না অঙ্কুশ
RBN Web Desk: হাল ছাড়ছেন না অভিনেতা অঙ্কুশ হাজরা। পুজোর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ‘মির্জ়া’র একটি পোস্টার প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বরে এ ছবির কথা ঘোষণা করেছিলেন অঙ্কুশ। নামভূমিকায় অভিনয় করা ছাড়াও ছবিটির উপস্থাপক ছিলেন তিনি।
এরপর ডিসেম্বরে এক বিবৃতি দিয়ে অঙ্কুশ জানান যে ‘অভ্যন্তরীণ মতপার্থক্যের’ জন্য ‘মির্জ়া’ মুক্তি পাচ্ছে না। অঙ্কুশের উপস্থাপনায় যে ছবিগুলি মুক্তি পাওয়ার কথা ছিল, সেগুলি যথাসময়ে আসবে বলে জানিয়েছিলেন অভিনেতা।
আরও পড়ুন: আবারও চমক বিবেক অগ্নিহোত্রীর
‘মায়ের পেট থেকে চুল্লির গেট, সবাই শালা শেখায় শুধু নাম কামাতে। কিন্তু ইজ্জত কামাতে কেউ শেখায় না।’ তীক্ষ্ণ সংলাপ, চোখে চশমা, একমুখ দাড়ি। চাকুর ডগায় জ্বলতে থাকা আগুন দিয়ে সিগারেট ধরিয়ে, পুরোদস্তুর অ্যাকশন হিরো হিসেবে ‘মির্জ়া’র টিজ়ার প্রকাশ করেছিলেন অঙ্কুশ।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ জানিয়েছেন যে আগামী বছর মুক্তি পাবে ‘মির্জ়া’।
ছবি: RBN আর্কাইভ