হাইওয়ের মাঝে গাড়ি ব্রেকডাউন, থ্রিলার সিরিজ়ে দেবলীনা-যুধাজিৎ
RBN Web Desk: বর্তমানে থ্রিলারের রমরমা বাজারে নানা পরীক্ষামূলক কাজ হচ্ছে। চিরাচরিত ঘরানার ছাঁচেই আধুনিক সময়কে ফেলে ছবি বা সিরিজ়ের সংখ্যাও কম নয়। এই দ্বিতীয় তালিকায় নবতম সংযোজন জন হালদারের নতুন ওয়েব সিরিজ় ‘এনএইচ ৬’। অভিনয়ে রয়েছেন রাজেশ শর্মা, দেবলীনা দত্ত, যুধাজিৎ সরকার, মধুমিতা সেনগুপ্ত ও গৌরব মল্লিক।
সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র রিয়েল এস্টেট ব্যবসায়ী বব। স্ত্রী নিমিশাকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় ববের গাড়ি এক নির্জন হাইওয়ের মাঝে খারাপ হয়ে যায়। গাড়ি নিয়ে যাওয়ার জন্য টো-ট্রাককে খবর দেওয়া হলেও তার আগেই উপস্থিত হয় এক আগন্তুক। তারও গন্তব্য ববদের দিকেই। একরকম বাধ্য হয়েই বব সেই ভদ্রলোককে অনুরোধ করেন, তিনি যেন নিমিশাকে কাছাকাছি কোনও পেট্রোল পাম্পে নামিয়ে দেন। আগন্তুক রাজি হয়।
আরও পড়ুন: নব্বইয়ের নস্টালজিয়া ফেরালেন শিলাজিৎ, নচিকেতা, অঞ্জন
এরপর নিমিশার কোনও খোঁজ পাওয়া যায় না। বব উদ্ভ্রান্ত হয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু নিমিশা যে তার সঙ্গেই বেরিয়েছিল, এমন কোনও প্রমাণ না থাকায় পুলিশ ববকে বিশ্বাস করতে চায় না। সেই আগন্তুকটিকে খুঁজে পাওয়া গেলেও সে জানায়, ববের সঙ্গে কোনও মহিলা ছিল না।
এদিকে ববের শ্বশুরবাড়িতে তদন্তের জন্য গেলে তাঁরাও ববকে চিনতে অস্বীকার করেন। নিমিশার অস্তিত্ব সম্পর্কে পুলিশের সন্দেহ হতে থাকে। এমন সময়ে ববের কাছে মুক্তিপণ চেয়ে ফোন আসে অপহরণকারীর। কার তুখোড় মাথা এমন সুচারুভাবে অপরাধ সম্পাদনা করেছে? সেই প্রশ্নের উত্তরই নিয়েই হাজির হবে ‘এনএইচ ৬’।
সিরিজ়ে রাজেশ
জন জানালেন, “পাহাড়, জঙ্গল, থ্রিলার, তিনটিই আমার খুব পছন্দের। ঝাড়খণ্ডে দীর্ঘ সময় ধরে শ্যুটিং করার ইচ্ছে ছিল। তবে এই সিরিজ়ের জন্য জাদুগোড়া, বোটা, ধবলি, চিমটির মতো জায়গায় শ্যুটিং করেছি।”
যুধাজিৎ জানালেন, “অত্যন্ত স্যাঁতসেঁতে আবহাওয়ায় আমাদের কাজ করতে হয়েছে। যেহেতু কাহিনির মূল ভিত্তি হাইওয়ে, তাই আমাদের বাস্তব জায়গায় শ্যুটিং করতে গিয়ে নানারকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।’
আরও পড়ুন: ডিসেম্বরেই সৌরভের ভূমিকায় আয়ুষ্মান
প্রথমে কালিম্পং, ডেলোর মতো ঠাণ্ডা জায়গা, তারপর ঝাড়খণ্ডের মতো গরম, আর্দ্র জায়গায় অনেকটাই আউটডোর-নির্ভর এই সিরিজ়ের শ্যুটিং হয়েছে বলে জানান দেবলীনা।
‘এনএইচ ৬’-এর কাহিনিকার সৌমিক চট্টোপাধ্যায়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অনির, আবহ নির্মাণ করেছেন দিশারী, সম্পাদনায় কৌশিক সরকার।
শীঘ্রই ক্লিক ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘এনএইচ ৬।’