সাইবার ক্রাইম নিয়ে নতুন ছবি

RBN Web Desk: মোবাইলে বা কম্পিউটারের পর্দায় ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড ফুটে ওঠার পর তার অস্তিত্ব থাকে খুব বেশি হলে এক মিনিট। তবু এই ৬০ সেকেন্ডের মধ্যেই বর্তমানে ঘটে যাচ্ছে একের পর এক অপরাধ। বেশিরভাগ ক্ষেত্রেই এর শিকার সাধারণ মানুষ। অজান্তে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে লক্ষ-লক্ষ টাকা। ইদানিংকালে সাইবার ক্রাইমের মধ্যে সবথেকে বেশি অপরাধমূলক কার্যকলাপ হয়ে থাকে ওটিপিকে ঘিরেই।

পাড়ার মুদিখানা থেকে পাঁচতারা শপিং মল, প্রায় সব জায়গাতেই নগদ টাকার ব্যবহার এখন অনেক কমে গেছে। ক্রেডিট বা ডেবিট কার্ডের পাশাপাশি এখন যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে বা অ্যাপ, যার মাধ্যমে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে অর্থিক লেনদেন করা যায় নিমেষেই। এতে সুবিধা যেমন হয়েছে, তেমনই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত অপরাধ চক্রও ফুলেফেঁপে উঠেছে।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

সাইবার ক্রাইমকেই বিষয় পরিচালক সৌমাল‍্য দত্ত তাঁর নতুন ছবি ‘মিশন ওটিপি’তে হাত দিয়েছেন।

ছবির গল্প কী নিয়ে?

শহরে একের পর এক সাইবার ক্রাইমের শিকার সাধারণ মানুষ। অপরাধের কিনিরা করতে মঞ্চে অবতীর্ণ হয় লালবাজার গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগের দুঁদে অফিসার সৌম‍্যজ্যোতি বসু ও তার সহকারী সূর্য সেন। তদন্তের সুবিধার্থে তারা সাইবার বিশেষজ্ঞ অভিজিতের সাহায্য নেয়, যার বাবা অরুণ একসময় সাইবার প্রতারনার শিকার হয়েছিলেন। তদন্তে জানা যায় যে এই সাইবার ক্রাইম চক্রের পেছনে রেশমি সিংহ রায় নামে এক ধুরন্ধর মহিলার হাত রয়েছে। শেষমেশ অভিজিতের সাহায্য নিয়ে কীভাবে দুই গোয়েন্দা এই অপরাধ চক্রের পর্দা ফাঁস করে, তাই নিয়েই ছবির কাহিনী।

আরও পড়ুন: দুই বাংলার প্রেমের গানে শ্রীজাত, ফাগুন, জয়

সৌম‍্যজ্যোতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সহকর্মী সূর্যর চরিত্রে রয়েছেন জ‍্যামি বন্দোপাধ্যায়। সৌমাল‍্য নিজেও একটি ‌চরিত্রে অভিনয় করবেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, স্বাধীন পান্ডে, আশীষ পাঠক, বিশ্ববিজয় দত্তচৌধুরী, সৌমিত্র চক্রবর্তী ও সুমনা দাস। প্রসেনজিৎ পালের কাহিনী অবলম্বনে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমাল্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভাশিষ গোয়েল।

সৌমাল‍্য জানালেন, “বর্তমান ব্যবস্থায় সাইবার প্রতারণার শিকার অনেকেই। সাধারণ মানুষকে সচেতন করতে এ ছবির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে আগস্টের মধ্যেই বড় পর্দায় আসবে ‘মিশন ওটিপি’।”



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *