পোষ্যের সঙ্গে ‘কথা’ বলতেন নীল
RBN Web Desk: করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর আইসোলেশনে থাকাকালীন নিজের পোষা বেড়ালের সঙ্গে ‘কথা’ বলতেন নীল ভট্টাচার্য। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে নিখিলের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ জনপ্রিয় তিনি। ৫ আগষ্ট নীলের শরীরে উপসর্গহীন করোনা সংক্রমণ ধরা পরে। তারপর থেকে বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি। সেই সময় ভিডিও চ্যাটের মাধ্যমে মা ও পোষা বেড়ালের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাতেন বলে জানালেন নীল। করোনা ভাইরাসের প্রকোপ পশুপাখিদের ওপর ঠিক কতটা পড়ে তা এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তাই আইসোলেশনে থাকাকালীন নিজের প্রিয় মার্জারটিকেও তাঁর সংস্পর্শে আসতে দেননি অভিনেতা।
বর্তমানে নীল সম্পূর্ণ সুস্থ। আজ থেকে ফের তাঁকে শুটিং ফ্লোরে দেখা যাবে। এতদিন বাড়িতে বসে নিজের মোবাইলে শুটিং করছিলেন তিনি। নীলের দাবি, বাড়িতে থেকেও টিম হিসেবেই কাজ করছিলেন তাঁরা। আচমকা তাঁর অসুস্থতার কারণে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনা হয়। কারণ মুখ্য অভিনেতা ছাড়া একটি ধারাবাহিকের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া বাস্তবিকভাবেই কঠিন।
আরও পড়ুন: প্রথমবার একক অভিনয়ে স্বস্তিকা
দুই সপ্তাহ আইসোলেশনে থাকাকালীন নীল বুঝেছেন যে করোনা আক্রান্তের পাশে যদি সহানুভূতির সঙ্গে দাঁড়ানো যায়, তাহলে এই যুদ্ধে জয়ী হওয়া অসম্ভব নয়। দিনের পর দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এইসময় মানুষের পাশে এগিয়ে আসা ও তাঁদের মানিসিক সহায়তা দেওয়া খুবই জরুরি।
নীলের সংক্রমণের কিছুদিন আগেই ওই একই ধারাবাহিকের আরেক অভিনেতা ভিভান ঘোষ করোনায় আক্রান্ত হন।