এন্তার মাছ খাব: মনামী ঘোষ
কলকাতা: পাতুরি, ইলিশের কোনও পদ এবং বিভিন্ন রকমের মাছ খেয়েই পুজো কাটাতে চান মনামী ঘোষ । এই ক’টা দিন ডায়েটিংয়ের কথা চিন্তাও করতে চান না ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি সংবাদমাধ্যমকে মনামী জানালেন, “পুজোর সময় শহরের সব বড় রেস্তরাঁতেই মাছের দারুণ সব পদ পাওয়া যায়। সেগুলো খেতেই হবে। পোস্ত ও মোচার বড়াও আমার ভীষণ প্রিয়। এছাড়াও বিভিন্ন মিষ্টিজাতীয় খাবার খাব। নানান ধরণের মিষ্টি পাওয়া যায় এই সময়।”
পুজোর সময় বাঙালি খাবারই পছন্দ মনামীর।
তৈরি হল না যে ঘরে বাইরে
দুর্গা পুজোয় এবার কলকাতাতেই থাকছেন এই অভিনেত্রী। ব্যস্ত থাকবেন পুজো পরিক্রমায়। নানান মণ্ডপে ঘোরার মাঝেই অষ্টমীর অঞ্জলী সেরে নেবেন কোথাও। ভোগও খাবেন তেমনই কোনও মণ্ডপে। দশমীর পরে কাজে ছুটি থাকলে কিছুদিনের জন্য মালয়েশিয়া বা থাইল্যান্ড ঘুরে আসতে চান, জানালেন তিনি।
সম্প্রতি ইরাবতীর চুপকথা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ছোট পর্দায় ফিরেছেন মনামী।