পুজোর রেশ ধরেই আসছে ‘শুভ বিজয়া’
কলকাতা: বিজয়া দশমী পেরিয়ে যাওয়ার পর চলে গেছে প্রায় একমাস। গতকাল, জগদ্ধাত্রী পুজোর রেশ ধরেই মুক্তি পেল পরিচালক রোহন সেনের ছবি ‘শুভ বিজয়া’র ট্রেলার। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে ও দেবতনু।
বাঙালি পরিবারে পুজো মানেই ফ্যামিলি রিইউনিয়ন। পুজোর ক’টাদিন একে অপরের মুখোমুখি হয়ে কেটে যায় জমিয়ে রাখা কত মেঘ, ঝড়। আবারও হৃদয়ের অনেকটা কাছে চলে আসে আপনজন। দুর্গা পুজোয় মাতৃ আরধনার মতোই এই ছবিও মাকে ঘিরে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
কৌশিক জানালেন, “এটা মানুষে-মানুষে সম্পর্কের গল্প। আজ মানুষ যখন ক্রমশ সোশ্যাল মিডিয়ার দূরত্বে হারিয়ে যাচ্ছে, সেখানে এই গল্প এক ছাদের তলায় থাকা কয়েকজন মানুষের, একটি পরিবারের। চূর্ণী আর আমি দুজনেই এই ছবিতে আমাদের স্বাভাবিক বয়সের চেয়ে বেশি বয়সী চরিত্রে অভিনয় করেছি। কেমন হয়েছে সেটা দর্শক বলবেন।”
ছবিতে পরিবারের কর্তা কৌশিকের চরিত্রের নাম অমর্ত্য। তার স্ত্রী বিজয়ার চরিত্রে রয়েছেন চূর্ণী। বড়পর্দায় এই প্রথম বাস্তব জীবনে দম্পতি কৌশিক ও চূর্ণী স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করলেন।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
“রোহনের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে,” বললেন চূর্ণী, “এইটুকু বয়সে ও নিজের কাজের প্রতি খুব আত্মবিশ্বাসী। ও জানে কীভাবে ও দৃশ্যটা চাইছে। পুজোর আগেই আমরা এই ছবির মধ্যে পুজো কাটিয়েছি। এরপর এলো সত্যি পুজো। আবার এই ছবি মুক্তি পেলে আর একবার পুজো আসবে। আপনারা আর একবার খুব আনন্দ করে পুজো কাটাবেন এই ছবির মাধ্যমে।”
ছবি প্রসঙ্গে রোহন জানালেন, “‘শুভ বিজয়া’ পারিবারিক ছবি, পুজোর ছবি। এখানে আমরা মা দুর্গার সঙ্গে পরিবারের মাকে মিলিয়ে দিয়েছি। দুর্গা পুজো নিয়ে সমসাময়িক যে সব বাংলা ছবি এসেছে সেগুলোর থেকে এই ছবি একেবারেই আলাদা। আশা করব দর্শকের বিজয়া যেন শুভ হয়।”
২ ডিসেম্বর মুক্তি পাবে ‘শুভ বিজয়া’।