রিভুর ছবিতে অমিতাভ
RBN Web Desk: আবারও রিভু দাশগুপ্তের ছবিতে কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন। এ কথা নিজেই জানিয়েছেন অমিতাভ। ছবির নাম ‘সেকশন ৮৪’। সুরজ বারজাত্যর ‘উঁচাই’ ছবিতে শেষ দেখা গেছে ৭৯-বছর বয়সী অভিনেতাকে। বিকাশ বহলের ‘গণপতি’ ছবিতেও অভিনয় করছেন তিনি।
এই নিয়ে রিভুর পরিচালনায় তৃতীয়বার কাজ করতে চলেছেন অমিতাভ। ২০১৪ সালে ‘যুদ্ধ’ টেলিভিশন সিরিজ়ে কাজ করেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে রিভুর ‘তিন’-এর মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নওয়াজু়দ্দিন সিদ্দিক্কি, বিদ্যা বালন ও সব্যসাচী চক্রবর্তী।
আরও পড়ুন: বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজ়ে পাওলি
‘সেকশন ৮৪’ একটি কোর্টরুম ড্রামা হবে বলে জানা গেছে। তবে অমিতাভকে কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। অমিতাভের সঙ্গে আবার কাজ করতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন রিভু।