মুম্বইয়ে গান রেকর্ডিংয়ের অনুরোধ, প্রকাশ্যে সত্যজিৎকে লেখা কিশোরের চিঠি
RBN Web Desk: সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ও ‘ঘরে বাইরে’ ছবিতে গান গেয়েছিলেন কিশোরকুমার। ‘চারুলতা’য় একটি ও ‘ঘরে বাইরে’তে দুটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন তিনি। তিনটি গানই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে। ১৯৬৯ সালে সত্যজিতের ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিতেও গুপির গানের প্রথম পছন্দ ছিলেন কিশোর। যদিও সেই গানগুলি শেষ পর্যন্ত গেয়েছিলেন অনুপ ঘোষাল।
এবছর সত্যজিতের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি তরফে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতে একটি পুরোনো ট্রাঙ্ক থেকে সত্যজিৎপুত্র সন্দীপ রায় খুঁজে পেয়েছেন তাঁর বাবাকে লেখা কিশোরকুমারের একটি চিঠি। সে চিঠিই এবার প্রকাশ্যে এল।
আরও পড়ুন: ‘শ্রীময়ী’র বিশেষ পর্বের প্রস্তুতি
‘চারুলতা’য় গান গাওয়ার জন্য কিশোরকে চিঠি লিখেছিলেন সত্যজিৎ। সেই চিঠির উত্তরে কিশোর জানান যে মায়ের অসুস্থতার কারণে তাঁর সেই মুহূর্তে কলকাতা যাওয়া মুশকিল। তিনি সত্যজিৎকে মুম্বই (তৎকালীন বোম্বে) এসে গানটি রেকর্ড করার অনুরোধ জানান।
অনুরোধ রেখছিলেন সত্যজিৎ। স্ত্রী বিজয়া ও সন্দীপকে নিয়ে মুম্বই গিয়ে ‘চারুলতা’র গানটি রেকর্ড করেন তিনি। কিশোরকুমারের পুত্র অমিতকুমারের সৌজন্যে প্রকাশ্যে এল সত্যজিৎকে লেখা তাঁর বাবার সেই চিঠি।