ফিরছে ঘনশ্যাম, বাবুভাইয়া, রাজু
RBN Web Desk: ফিরছে ঘনশ্যাম, বাবুভাইয়া ও রাজু । ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরী’ (Hera Pheri) ছবিতে এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল শেট্টী (Suniel Shetty), পরেশ রওয়াল (Paresh Rawal) ও অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রথমদিকে তেমন ব্যবসা করতে না পারলেও পরে বক্স অফিসে দারুণ সাফল্য পায় প্রিয়দর্শন পরিচালিত ছবিটি। গত ২৩ বছরে কাল্ট ফিল্মে পরিণত হয়েছে ‘হেরা ফেরী’।
এবার রাজু-বাবুভাইয়া-ঘনশ্যামের ভক্তদের জন্য সুখবর। আসছে ‘হেরা ফেরী ৩’। গতকাল নিজের জন্মদিনে এই ছবির তিন তারকাকে ট্যাগ করে পোস্ট করেছেন পরিচালক নিজে।
অক্ষয়, সুনীল, পরেশ ছাড়াও ‘হেরাফেরী’তে অভিনয় করেছিলেন তব্বু, ওম পুরি, আসরানি, মুকেশ খান্না ও গুলশন গ্রোভার। এরপর ২০০৬ সালে মূল তিন চরিত্রকে রেখে তৈরি হয় ‘ফির হেরা ফেরী’ (Phir Her Pheri))। ছবিটি আগের ছবির স্পিনঅফ ছিল। এটিও বক্স অফিসে লাভের মুখ দেখে। তারপর থেকেই বারবার এই ছবির পরবর্তী পর্ব তৈরির কথা এসেছে। এ প্রসঙ্গে প্রিয়দর্শন নিজেও ইচ্ছা প্রকাশ করেছিলেন। অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে এরপর তিনি তৈরি করেন ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’ ও ‘গরম মসালা’র মতো ছবি।
আরও পড়ুন: রক্তস্রোতের সঙ্গে মিশল স্যাটায়ার
অবশেষে এতদিন পর আবারও সেই ছবির কথা উঠে আসায় ভক্তেরা আশার আলো দেখছেন। গতকাল ছিল প্রিয়দর্শনের ৬৮তম জন্মদিন। সেই উপলক্ষে সমাজ মাধ্যমে অক্ষয়ের শুভেচ্ছার উত্তরে পরিচালক জানান, তিনি ‘হেরা ফেরী ৩’ পরিচালনা করতে আগ্রহী।
বর্তমানে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবির শুটিং চলছে। সেখানে অক্ষয় রয়েছেন মূল চরিত্রে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে।