হিন্দি ছবিতে স্বস্তিকা
RBN Web Desk: হিন্দি ছবিতে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ছবির নাম ‘গান্ধারী’ (Gandhari), পরিচালক দেবাশীষ মখীজা। এর আগে মনোজ বাজপেয়ী ও তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় অভিনীত ‘জোরাম পরিচালনা করেছিলেন দেবাশীষ। এবারও তাঁর ছবিতে রয়েছে বাঙালি যোগ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা।
শোনা যাচ্ছে ‘গান্ধারী’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী তাপসী পন্নু (Taapsee Pannu)। তাঁর বিপরীতে রয়েছেন ইশওয়াক সিং।
আরও পড়ুন: অগ্রিম বুকিংয়েই ২ লক্ষ টিকিট বিক্রি
তবে ‘গান্ধারী’ কোনও পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে না। ছবিটি সাধারণ মানুষের লড়াইয়ের কথা বলবে। কঠিন অবস্থার মধ্যে পড়া সাধারণ মানুষ কতদূর পর্যন্ত লড়তে পারে, সেটা ঘিরেই আবর্তিত হয়েছে গল্প।
ইতিমধ্যেই ছবির বেশ কিছুটা শুটিং সেরে ফেলেছেন স্বস্তিকা। সায়ন্তন ঘোষালের ‘অশনি’তেও অভিনয় করছেন তিনি।