ভাইরাল হওয়া এখন অসুখের মতো, ক্ষোভ পঙ্কজের
RBN Web Desk: টেলিভিশনে বিতর্কিত মন্তব্যের জেরে প্রবল সমালোচিত হচ্ছেন ইউটিউবার রণবীর ইলাহবাদিয়া (Ranveer Allahbadia) ও সময় রায়না (Samay Raina)। এবার এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
পঙ্কজ মনে করেন, কোনও বিষয়ের উপর বাধা-নিষেধ নেই মানেই যা খুশি বলা যায় না। বিখ্যাত হওয়ার পরে কি মানুষের মধ্যে থেকে সংবেদনশীলতা কমতে থাকে? প্রশ্ন তোলেন অভিনেতা।
আরও পড়ুন: আলোকের ঝর্ণাধারায় আয়না দেখায় ‘মায়ানগর’
এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, ইন্টারনেটের যুগে যে কেউ আজকের দিনে ভাইরাল হতেই পারে। ঠিক যেমন ভাইরাল অসুখ হয় তেমনই। কয়েক দিনের জন্য এসব নিয়ে চর্চা হয়। তারপর সবাই যে যার মতো এগিয়ে যায় বলে মনে করেন পঙ্কজ।