ভালোলাগা আর ভালোবাসার মাঝে ‘আলাপ’

RBN Web Desk: তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘রক্তবীজ’ ছবিতে। আবারও পর্দায় হাত মেলাতে চলেছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবং এবার তাঁদের দেখা যাবে রোমান্টিক ছবিতে। সঙ্গে থাকছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta), দেবপ্রিয় মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ ও তন্বী লাহা রায়। আজ প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার ও চরিত্রদের লুক। 

ভালোলাগা আর ভালোবাসা কি একই? নাকি আলাদা? শুনতে একটু ক্লিশে লাগলেও এই ধন্ধে পড়েই বহু ছেলেমেয়ে জীবনে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না। আবার এই নিয়ে ঘটে যায় কত মজাদার ঘটনাও। এমনই সব ঘটনা নিয়ে তৈরি হয়েছে মজাদার গল্পের রোমান্টিক কমেডি ছবি ‘আলাপ’ (Alaap)। পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki)

আরও পড়ুন: মধুবালার বায়োপিক

ছবির গল্প ঘুরপাক খায় পাবলো, অদিতি ও স্বাতীলেখাকে কেন্দ্র করে। পাবলোর চরিত্রে দেখা যাবে আবীরকে। মিমি থাকবেন অদিতির ভূমিকায় এবং স্বস্তিকাকে দেখা যাবে স্বাতীলেখা রূপে। তিনজনেই তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করে। সেই সূত্রেই একে অন্যের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর গল্প কোনদিকে মোড় নেবে সে বিষয়ে এখনও পর্যন্ত আলোকপাত করেননি পরিচালক। 

ছবি প্রসঙ্গে আবীর জানালেন, “এটা একটু পুরনো ধাঁচের রোমান্টিক গল্প। বছর বারো বছর আগে আমাকে আর মিমিকে নিয়ে চাকিদা একটা ছবির পরিকল্পনা করেছিল। তখন ছবিটা হয়নি। সেটা এতদিনে হলো। খুব মজাদার আর মিষ্টি প্রেমের ছবি ‘আলাপ’। আসলে চাকিদার গল্প বলার ধরনটাই একদম আলাদা।”

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

মিমি বললেন, “আবীরদা আমার কাছে পরিবারের মতো। খুব সহজ একটা সম্পর্ক আছে আমাদের মধ্যে। যখন এই ইন্ডাস্ট্রিতে একদম নতুন, তখন আবীরদাকেই একমাত্র চিনতাম আমি। যে কোনও বিষয় নিয়ে আবীরদার সঙ্গে আলোচনা করা যায়।” 

প্রেমেন্দুর মতে, “ছবিতে ভালোলাগা ও ভালোবাসা, এই দুটো অনুভূতির তফাৎকে বোঝানো হয়েছে। যদিও ছবির নায়ক-নায়িকা নিজেরাই সেটা বুঝতে পারে না। সবকিছু বোঝা যায় একেবারে শেষে।”

ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় আছেন অনুপম রায়।

২৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘আলাপ’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *