ভুটু ভাইজানের বদলে এবার ভেঁপু আর চিনু
RBN Web Desk: ২০১৮ সালের অন্যতম জনপ্রিয় ছবি ছিল ‘হামি’। গল্পের পাশাপাশি জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল ছবির মুখ্য চরিত্র ভুটু। এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিল ব্রত বন্দ্যোপাধ্যায়। চার বছর পর এবার আসছে ‘হামি ২’। এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
তবে ‘হামি ২’-এ ভুটুর অনুপস্থিতি কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করেন শিবপ্রসাদ। “’হামি ২’-এর গল্প আলাদা। ‘রামধনু’ বা ‘হামি’, প্রতিটি ছবিতেই আমরা আলাদা শিশুশিল্পীদের সঙ্গে কাজ করেছিল কারণ এই সিরিজ়ের মূল চরিত্রদের বয়স ছয় থেকে সাতের মধ্যে। আর ‘হামি ২’-এ ৭৮ জন শিশুশিল্পী ডেবিউ করেছে। আমার বিশ্বাস ভুটুর মতোই ভেঁপু আর চিনুকেও দর্শক আপন করে নেবেন,” রেডিওবাংলানেট-কে বললেন শিবপ্রসাদ।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘হামি ২’-এর টিজ়ার। সম্প্রতি মুক্তি পেল এই ছবির একটি গান ‘নো চাপ’। প্রায় ৪০ জন শিশুশিল্পীকে নিয়ে এই গানের দৃশ্যায়ন করা হয়েছে। গানটির গীতিকার ও সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইশান দাস, রোহন দাস, ঐন্দ্রিলা সান্যাল, শর্মিষ্ঠা দেবনাথ সহ আরও বেশ কিছু খুদে শিল্পীর গলায় শোনা যাবে এই গান।
তব ভুটু ভাইজান না থাকলেও ‘হামি ২’-এ ফিরছে লাল্টু-মিতালীর জুটি। দত্ত, বিশ্বাসের পর এবার তাদের পদবী মন্ডল। বারবার এই জুটির ফিরে আসার প্রসঙ্গে শিবপ্রসাদ জানালেন, “আমাদের সমাজ, চারপাশ আসলে খুব সুন্দর। তবু কোথাও যেন আমরা সেই সৌন্দর্যকে হারিয়ে ফেলছি নিজেদের দোষেই। আমরা লাল্টু-মিতালীর মাধ্যমে প্রত্যেকবার প্রতিটি ছবিতে সেরকমই কিছু বক্তব্যকে মজার মোড়কে পেশ করতে চেয়েছিলাম।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
স্বাভাবিকভাবেই ‘হামি ২’ নিয়ে খুবই উত্তেজিত গার্গী। তিনি বললেন, “‘হামি’ সিরিজ়ের প্রত্যেকটি ছবি করতেই আমার ভীষণ ভালো লাগে। তার প্রধান কারণ হলো বাচ্চাদের সঙ্গে কাজ করা। প্রচুর চাপের কাজের ফাঁকে এই ছবিতে কাজ করা অনেকটা আমাদের নতুন গানেরই মতো। একদমই ‘নো চাপ’। তবে এবার আমি শিবপ্রসাদকে বলছি, ‘রামধনু’, ‘হামি’ এবং ‘হামি ২’-এর মধ্যেকার বিরতি বেশ দীর্ঘ, প্রায় চার বছর। এবার থেকে যেন এটা কমে এক বা দু’বছর হয়। তাহলে মনে হয় দর্শকও বেশ খুশি হবেন।”
একবিংশ শতাব্দীর এক বিস্ময় বালকের গল্পকে কেন্দ্র করেই মজার ছন্দে এগিয়েছে ছবির গল্প। ছবির মূল তিনটি চরিত্রে অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরী। শিবপ্রসাদ ও গার্গী ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন খরাজ মুখোপাধ্যায় ও অঞ্জন দত্ত। ‘প্রাক্তন’-এর পর ফের নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে হাত মেলালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে।
১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘হামি ২’।