ক্লাইম্যাক্সে দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি: বিক্রম
কলকাতা: একটা নিরীহ ভিটামিন ক্যাপসুল, তাই কিনা ডেকে আনছে মৃত্যু! একের পর এক মৃত্যুতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। শান্ত হয়ে নেই মিডিয়াও। কী চলছে দুর্গাপুরে? ট্রেলারে জানা গেল এটুকুই। গতকাল মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘দুর্গাপুর জংশন’ (Durgapur Junction) ছবির ট্রেলার। সেখানে কাহিনির সূত্র হিসেবে পাওয়া গেল এরকমই কিছু ঘটনার আভাস। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), একাবলী খান্না (Ekavali Khanna), রাজদীপ সরকার ও প্রদীপ ধর।
ছবিতে সৌম্য নামের এক তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকায় রয়েছেন বিক্রম। “এই চরিত্রটা আমার আগের কোনও ছবির সঙ্গে মেলে না,” রেডিওবাংলানেট-কে বললেন তিনি। “কথাটা শুনতে খুব ক্লিশে লাগলেও এটাই সত্যি যে এটা আমার করা অন্য চরিত্রের মতো একেবারেই না। খুব মাথাগরম, বদরাগী, কঠিন আর বেপরোয়া চরিত্র সৌম্য। তার বিশ্বাস তাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা যে কোনও মূল্যে তাকে করতে হবে। এরকম একটা বিশ্বাস নিয়েই সে চলে। সবমিলিয়ে বেশ একরোখা চরিত্র।”
আরও পড়ুন: আবারও একসঙ্গে জন-অক্ষয়?
এর আগে ২০১৬ সালে প্রতিম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’ ছবিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছিলেন বিক্রম। ন’বছর পর আবার তাঁদের একই ফ্রেমে দেখা যাবে। সেই নিয়ে উচ্ছ্বসিত বিক্রম নিজেও। বললেন, “স্বস্তিকাদির সঙ্গে এই ছবিতে বহুদিন বাদে অভিনয় করলাম। ছবিতে সৌম্যকে একটা হত্যাকাণ্ডের তদন্ত করতে হয়। এই তদন্ত করতে গিয়ে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে দেখা হয় তার। এই সাংবাদিকের চরিত্রে রয়েছে স্বস্তিকাদি। আমাদের দেশের খুব শক্তিশালী অভিনেতা যাঁরা আছেন, স্বস্তিকাদি তাঁদের মধ্যে অন্যতম বলে আমি মনে করি। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, আমি বারবার এরকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে চাই। এছাড়া একাবলী, রাজদীপ সকলের সঙ্গে কাজ করেই খুব ভালো লেগেছে।”
ট্রেলার মুক্তি অনুষ্ঠানে টিম ‘দুর্গাপুর জংশন’
ছবির ট্রেলারে স্বস্তিকার মুখে একটি সংলাপ রয়েছে, ‘মানুষ টাকার জন্য কিডনি বিক্রি করে জানতাম, শিরদাঁড়া বিক্রি করে সেটা আজ জানলাম।’ কখনও কি তেমন কোনও পরিস্থিতি বিক্রমের নিজের জীবনে এসেছে যেখানে আপোষ করার প্রয়োজন হয়েছে?
বিক্রমের স্পষ্ট উত্তর, “আমার বিশ্বাস আমাদের সকলের জীবনেই কোনও না কোনও সময় এরকম কিছু পরিস্থিতি আসে যেখানে শিরদাঁড়া বিক্রি করার জন্য চাপ আসতে থাকে। এই অবস্থায় পড়লে বেশিরভাগ মানুষই পিছিয়ে আসে। যেমন আমি, তেমন আমার বন্ধুরাও, সকলেই তাই। যদি চাপের মুখে পড়ে শিরদাঁড়া বিক্রি করে দিত তাহলে নিশ্চয়ই তারা আমার বন্ধু হতো না।”
আরও পড়ুন: নারীর মানসিক দৃঢ়তাকে শ্রদ্ধাঞ্জলি
গতবছর ‘পারিয়া’ ছবিতে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেছেন বিক্রম। এই ছবিতেও কি প্রচুর অ্যাকশন থাকছে?
“না, এই ছবি অ্যাকশনধর্মী নয়,” বললেন বিক্রম। “এর মূল বিষয় হলো তদন্ত। পারিয়াতে লুব্ধকের চরিত্রটা এমনিতে চুপচাপ থাকত, দরকারে ঝাঁপিয়ে পড়তো। সৌম্য তেমন চরিত্র নয়। এই চরিত্রকে প্রচুর কথা বলতে হয় কাজের প্রয়োজনেই। সে সারাক্ষণ অনেক কথা বলে, খারাপ ভাষাও প্রয়োগ করে, সবই তার কাজের জন্য। ছবিতে একটা জায়গায় এসে স্বস্তিকাদির অভিনীত চরিত্রের সঙ্গে সৌম্যর সরাসরি সংঘাত ঘটে। এই জায়গায় আমরা সকলেই অপরাধী খুঁজছি, আবার আমরা যে কেউ অপরাধী হতে পারি। শেষ কুড়ি মিনিট যে ক্লাইম্যাক্স তৈরি হয়েছে আমাদের মধ্যে সেটার জন্য আমি নিজেও অপেক্ষায় রয়েছি দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে সেটা দেখার জন্য,” জানালেন বিক্রম।
২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্গাপুর জংশন’।
ছবি: প্রতিবেদক