নতুন ছবির পরিকল্পনা অঙ্কুশের
RBN Web Desk: নতুন ছবির পরিকল্পনা শুরু করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ঈদে মুক্তি পেয়েছিল ‘মির্জ়া: পার্ট ১ জোকার’ (Mirza Part 1)। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল ছবিটি। প্রেক্ষাগৃহে হলে ৫০ দিনও পূর্ণ করেছিল। অঙ্কুশ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, শোয়েব কবীর ও ঋষি কৌশিক।
বাংলা বাজারের নিরিখে বেশ বড় বাজেটের ছবি ছিল ‘মির্জ়া’। ছবিটি প্রযোজনাও করেছিলেন অঙ্কুশ। তিনি জানিয়েছিলেন, ‘মির্জ়া’য় যে টাকা লগ্নি করেছেন তা হয়তো ফেরত পাবেন না। তবু তাতে ‘মির্জ়া ২’ (Mirza Part 2) ছবির কাজ কোনওভাবেই বন্ধ হবে না।
আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই
সূত্রের খবর, ‘মির্জ়া ২’-এর চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অঙ্কুশ। ছবিতে আরও বেশি অ্যাকশন, মজা ও বিনোদন থাকবে বলে জানা গেছে।
ছবি: RBN আর্কাইভ