একশোরও বেশি ছবিতে অভিনয়, এই প্রথম একক গানে লিপ বিশ্বনাথের
কলকাতা: প্রথমবার বাংলা ছবিতে একক গানে লিপ দিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘গোত্র’ ছবিতে তাঁর লিপে ‘মাসিমা হিটলার’ গানটি প্রকাশ পেয়েছে কিছুদিন আগে। ইতিমধ্যেই সেই গানের ভিডিও দেখে ফেলেছেন ৭৫ হাজার মানুষ। গানটির কথা ও সুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, গেয়েছেন বাবুল সুপ্রিয়।
রেডিওবাংলানেট-কে বিশ্বনাথ জানালেন, “প্রতিবছর এই সময়টায় আমরা প্রস্তুত হই পুজোর পরের অনুষ্ঠানগুলোর জন্য। সব মিলিয়ে এতদিনে আমার প্রায় ১৩০টা ছবিতে অভিনয় করা হয়ে গেছে। এতদিন আমার নিজের লিপে কোনও গান ছিল না। অনেক ছবিতেই আমি অন্যদের সঙ্গে গানের দৃশ্যে থেকেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব গানে বড় বড় নায়করা লিপ দিয়েছেন, আমি তাদের আড়ালে থেকেছি। এই প্রথম একেবারে নিজের একটা গান পেলাম যেটা আমি আমার অনুষ্ঠানে গাইতে পারব।”
এর আগেও নন্দিতা-শিবপ্রসাদের ‘মুখার্জীদার বউ’ ও ‘প্রাক্তন’-এ গানের দৃশ্যে ছিলেন বিশ্বনাথ। তবে সেগুলির কোনটাই তাঁর একক গান ছিল না। এই প্রথম সেটা হতে চলেছে। শুধুমাত্র একটি গানে তাঁর উপস্থিতিই দর্শকদের আনন্দ দেবে বলে মনে করেন পরিচালকদ্বয়।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
“‘গোত্র’তে কোনও চরিত্রে অভিনয় করছি না আমি। শুধু একটা গানে থাকছি। ছবিতে গানের সঙ্গে নেচেছি আগেও, ব্যাকগ্রাউন্ডে গান চলেছে আমি অভিনয় করেছি বা খালি গলায় গান করেছি, এমন অনেকবার হয়েছে। কিন্তু আমার একার লিপে একটা গোটা গান, আর শুধু সেটার জন্যই আমাকে ডাকা হয়েছে, এটা একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। খুব আনন্দ করে কাজ করেছি, আর সেটাই ফুটে উঠেছে গানের দৃশ্যে,” বললেন বিশ্বনাথ।
ছবি: অর্ক গোস্বামী