নাচতে হবে, করণ জোহরকে ‘না’ শাশ্বতর
RBN Web Desk: প্রায় দু’দশকের অভিনয়জীবনে বাংলা ছাড়াও একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সুজয় ঘোষের ‘কাহানি’ ছিল তাঁর প্রথম হিন্দি ছবি। বব বিশ্বাসের চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর তাঁকে দেখা গেছে ‘জগ্গা জাজুস’ ও ‘দিল বেচারা’র মতো ছবিতে।
তবে শাশ্বত সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে করণ জোহরের ‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ছবিতে তাঁকে নাকি নাচতে হতো। তাও আবার ভরতনাট্যম। নাচতে একেবারেই পটু নন শাশ্বত, তাই করণকে ‘না’ বলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ফিরছে মধুমিতা-অপরাজিতা জুটি
‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’র মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভট্ট। এই ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। এছাড়াও রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজ়মি ও ধর্মেন্দ্র।
ছবি: RBN আর্কাইভ