এমএন রাজের নতুন ছবিতে নবাগত গৌরব, রূপসা
RBN Web Desk: রোমান্টিক ছবির কোনও অফ-সিজ়ন হয় না। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এমনটা শোনা যায়। বস্তুত দশকের পর দশক বিভিন্ন ট্রেন্ডের ভিড়ে কখনও সামাজিক ছবি চলেছে, কখনও বা আধ্যাত্মিক বা কমেডি। এখন যেমন থ্রিলার বা মনস্তাত্বিক ছবির রমরমা। তবু এই সবধরণের ছবির যুগেও রোমান্টিক ছবি স্বমহিমায় থেকেছে চিরকাল। আজও তার আবেদন কিছু কম নয়। সেই রোমান্টিক কাহিনীতেই ভরসা রাখছেন ‘রাবণ’ খ্যাত পরিচালক এমএন রাজ। তাঁর আগামী ছবি ‘জন্নত’-এর কাহিনী ভালোবাসাকে কেন্দ্র করেই। ছবিতে অভিনয় করবেন নবাগত গৌরব, রূপসা মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, তুলিকা বসু ও বিশ্বনাথ বসু।
কর্পোরেট অফিসে চাকরি করে জন্নত। আচার আচরণে আধুনিক হলেও, রাস্তায় বেরোলে সে হিজাব পরতে অভ্যস্ত। দাদা আলি ও বউদি রুকসানার সঙ্গে থাকে জন্নত। বলা যায় তারাই জন্নতকে মানুষ করেছে। অন্যদিকে রাহুলের প্রাণের বন্ধু রহিম। সারাদিন ধরে ক্যারম পেটানো, আড্ডা দেওয়া আর ঘুম, এই হলো তাদের কাজ। চাকরির খোঁজ আছে বটে, তবে সেটা এখনও জোটেনি। রাহুলের সঙ্গে জন্নতের একদিন দেখা হয়ে যায়। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। তবে তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় আলি। সে কিছুতেই রাহুলের হাতে বোনকে তুলে দেবে না। আলি কি কখনও জন্নতের মনের ইচ্ছাকে বুঝতে পারবে?
আরও পড়ুন: যদি টেনশন না দিলে প্রাণে
“‘জন্নত’ আসলে আমাদের সকলের গল্প, একটা প্রজন্মের গল্প,” বললেন রাজ। “নতুন প্রজন্ম এমন রোমান্টিক কাহিনী ভুলেই গেছে। এই কাহিনীর জন্য আমি এমন কাউকে চেয়েছিলাম যে চরিত্রটার সঙ্গে মিশে যেতে পারবে। সেই কারণেই দুটি নতুন মুখকে এই ছবিতে নিয়ে আসতে চলেছি। ইন্ডাস্ট্রিতে নতুন মুখের খুব অভাব। বর্তমান প্রজন্ম, যাদের উদ্দেশ্যে এই ছবি বানানো তাদের ভালো লাগলে সেটাই আমার সবচেয়ে বড় পাওনা হবে।”
ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে। চিত্রগ্রহণে থাকবেন বাদল সরকার। সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। সুর দিয়েছেন আয়ুষ দাস। সম্পাদনায় থাকবেন মহম্মদ কালাম।
এ বছরেই মুক্তি পাবে ‘জন্নত’।