কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমান
RBN Web Desk: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন সলমান খান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে চলেছে এবারের উৎসব। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমানকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
মে মাসে কলকাতায় এসেছিলেন সলমান। কালীঘাটে মমতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন। এরপর আগস্টে মুম্বই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন সলমন। সেই জল্পনাতেই সরকারি সিলমোহর পড়ল।
আরও পড়ুন: টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা
গত কয়েক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নিয়মিত এসেছেন শাহরুখ খান। এবার কি তাহলে তিনি আসছেন না? সূত্রের খবর, শাহরুখ এখনও তাঁর উপস্থিতি নিশ্চিত করেননি। তবে শেষ পর্যন্ত শহরে একই মঞ্চে শাহরুখ-সলমানের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নবান্ন।