বাদ পড়লেন সলমন খান
RBN Web Desk: পরিচালক অ্যাটলির সঙ্গে সলমন খান (Salman Khan) জুটি বাঁধবেন, এমন জল্পনা ছড়িয়েছিল মুম্বই বিনোদন জগতে। শাহরুখ খানের সঙ্গে পরিচালকের জুটি উপহার দিয়েছিল ‘জওয়ান’। সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। সলমনের সঙ্গেও অ্যাটলির কাজ চমকপ্রদ হতো বলেই আশা ছিল অনুরাগীদের। তবে সব আশায় জল পড়ল। অ্যাটলির ছবি থেকে বাদ পড়লেন সলমন। পরিবর্তে সেই ছবিতে কাজ করবেন অল্লু অর্জুন (Allu Arjun)।
কেন এমন সিদ্ধান্ত?
শোনা যাচ্ছে, সলমনকে নিয়ে নাকি আপত্তি জানিয়েছে প্রযোজনা সংস্থার। পুনর্জন্মের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবির চিত্রনাট্য। ₹৬০০ কোটি টাকা বাজেট নির্ধারিত হয়েছে।
আর পড়ুন: সম্ভাবনার তত্ত্বে চমকে দেবে অভিজিতের আশ্চর্য ছবি
সলমনের বিগত বেশ কয়েকটি ছবির গ্রাফ বক্স অফিসে তেমন ভালো নয়। বর্তমানে নজরে রয়েছে ‘সিকন্দর’। সেই ছবির বক্স অফিস ফল না দেখে এত বড় ছবির জন্য সলমনকে কাস্ট করতে চাইছেন না প্রযোজনা সংস্থা। তাই অল্লুর উপরেই ভরসা রাখা হচ্ছে।