প্যানিক অ্যাটাকে আক্রান্ত চরিত্র থেকে বেরিয়ে আসা কঠিন ছিল: রাজকুমার

কলকাতা: নাটকীয় চরিত্রে তিনি আগেও অভিনয় করেছেন। তবে ‘হিট: দ্য ফার্স্ট কেস’ ছবিতে  একজন প্যানিক অ্যাটাকে আক্রান্ত চরিত্র থেকে বেরিয়ে আসা খুবই কঠিন ছিল বলে জানালেন রাজকুমার রাও। ২০২০ সালে শৈলেশ কোলানুর পরিচালনায় মুক্তি পেয়েছিল তেলুগু ভাষার ছবি ‘হিট: দ্য ফার্স্ট কেস’। তার দু’বছর পর ছবিটি একই নামে হিন্দিতে মুক্তি পেতে চলেছে। হিন্দি ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রা।

পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার—সংক্ষেপে পিটিএসডি—একপ্রকার মানসিক রোগ যা সাধারণত কোনও ভয়ঙ্কর বা তিক্ত অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। পিটিএসডি আক্রান্ত ব্যাক্তির চারপাশে এক ভয়ের আবহ রচনা করে। ছবিতে পুলিশের হোমিসাইড ইন্টারভেনশন টিমের (হিট) অফিসার বিক্রম (রাজকুমার) নিজের ভয়াবহ অতীতের ভার বহন করে বেড়ায়। এদিকে একটি মেয়ের রহস্যজনকভাবে হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে জটিল তদন্তে সে জড়িয়ে পড়ে। নিজের ভেতরে ও বাইরে, এই দুই লড়াইয়ে কি জয়ী হবে বিক্রম?

আরও পড়ুন: ঘাট সংরক্ষণে সচেতনতা বাড়ুক, তথ্যচিত্রে উদ্দেশ্য দুই তরুণীর

আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজকুমার জানালেন, “বিক্রম খুব কঠিন চরিত্র ছিল। নাটকীয় চরিত্র তো কম করিনি। তবে এরকম একটা জটিল মানসিক অবস্থাকে নিজের মধ্যে ফুটিয়ে তোলার জন্য, প্যানিক অ্যাটাক কী সেই সম্পর্কে জানা ও বোঝা, বিভিন্ন কেস স্টাডি করা, এরকম মানুষের সঙ্গে কথা বলা, ভিডিও দেখা, এই সবকিছু করে আমাকে চরিত্রটা তৈরি করতে হয়েছে। আমি চেষ্টা করি যে চরিত্রটা করব, সেটা সম্পর্কে পুরোপুরি জেনে তবে কাজটা শুরু করতে।”

শারীরিক ও মানসিক, দু’দিক দিয়েই চরিত্রটা তাঁর জন্য খুব পরিশ্রমের ছিল বলে জানালেন রাজকুমার। একটি দৃশ্যের কাজ শেষ হয়ে গেলেও চরিত্রটা থেকে বেরোতে তাঁর অনেকটা সময় লাগতো। পরিচালক শৈলেশ পেশায় চিকিৎসক। এই ধরনের বহু কেস স্টাডি করে গল্পটা লিখেছেন, তাই তাঁর থেকেও অনেকটাই সাহায্য পেয়েছেন বলে জানালেন অভিনেতা।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

এই প্রসঙ্গে রাজকুমারের বক্তব্যে উঠে এল মানসিক স্বাস্থ্যের কথাও। “দেশের একটা বড় অংশের মানুষ, বিশেষ করে কমবয়সীরা, অনেকেই ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার, যদিও তাঁরা নিজেরাই সেটা জানেন না,” বললেন রাজকুমার। “আমরা এগুলো নিয়ে খুব একটা কথা বলি না। কিন্তু বলা উচিত। ডাক্তার, বিশেষজ্ঞ, থেরাপিস্টরা এই রোগের কবল থেকে আক্রান্তকে বার করে আনতে পারেন। আমরা এই ছবিতে সেই চেষ্টাই করেছি, যাতে মানুষ বোঝেন এই ধরণের সমস্যায় ডাক্তারের কাছে যাওয়া উচিত। অবহেলা করলে এই রোগের ফল মারাত্মক হতে পারে।” 

১৫ জুলাই দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘হিট: দ্য ফার্স্ট কেস’ ছবিটি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *