সরাসরি টেলিভিশনে প্রিমিয়র ‘হারানো প্রাপ্তি’র
RBN Web Desk: ছবি মুক্তি পাওয়ার কথা ছিল বড়পর্দায়। কিন্তু এই করোনা মহামারীর কারণে প্রেক্ষাগৃহ বন্ধ প্রায় ছ’মাস। হলের দরজা কবে খুলবে এখনও পর্যন্ত তার সঠিক কোনও দিশা পাওয়া যাচ্ছে না। তাই তাঁর নতুন ছবি ‘হারানো প্রাপ্তি’ সরাসরি টেলিভিশনে প্রিমিয়র করার সিদ্ধান্ত নিলেন পরিচালক রাজা চন্দ।
বেশ কিছুদিন হল কলকাতা ফিরেছে নিউ নরম্যাল ছন্দে। পিছিয়ে নেই চলচ্চিত্র জগৎ। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় কিছু ওয়েব মাধ্যমে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের হিন্দি ছবি। এবার সেই পথেই হাঁটলেন রাজা।
এক গাড়ি কোম্পানির ইঞ্জিনিয়র মৈনাককে ঘিরে আবর্তিত ‘হারানো প্রাপ্তি’র কাহিনী। কর্মসূত্রে লন্ডন প্রবাসী মৈনাক কলকাতায় ফিরে আচমকা একদিন রাস্তা থেকে উদ্ধার করে এক অচেনা মেয়েকে। কোনও এক অজানা শত্রুর হাত থেকে মেয়েটিকে বাঁচাতে তার সঙ্গে শহর জুড়ে পালাতে থাকে মৈনাক। ধীরে-ধীরে সে মেয়েটির প্রেমে পড়ে। কিন্তু মেয়েটিকে তার দেশের বাড়ি পৌঁছে দেওয়ার আগেই সে ফের নিখোঁজ হয়ে যায়। এই সময়ে মৈনাকের পাশে এসে দাঁড়ায় আসলাম ও জ়াহিদা। মৈনাক-আসলাম-জ়াহিদা তিনজন মিলে খোঁজ শুরু করে সেই মেয়েটির। গল্প এগোতে থাকে ঝাড়খণ্ডের আড়িয়াটোলা গ্রামের পথ ধরে।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
জমজমাট গল্প সঙ্গে নাচ, গান সবমিলিয়ে বিনোদন ঠাসা এই পটবয়লারে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, পায়েল সরকার, উদয় প্রতাপ সিং, আয়োষী তালুকদার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, মধুমিতা চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত ও সায়ন চক্রবর্তী। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ। চিত্রগ্রহণে সৌভিক বসু ও শিল্প নির্দেশনায় আনন্দ আঢ্য। ছবি সম্পাদনা করেছেন শুভজিৎ সিংহ। গানের কথা রাজীব দত্তর, সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু।
১৩ সেপ্টেম্বর জ়ি বাংলা সিনেমায় দেখা যাবে ‘হারানো প্রাপ্তি’র প্রিমিয়র।