শিশুশ্রমিকের স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে আসছে ‘হাতেখড়ি’

RBN Web Desk: এ দেশে শিশুশ্রম (child labour) নিষিদ্ধ। তবু শ্রমিক শিশুর দেখা মেলে চারপাশে। ছোট-ছোট ছেলেমেয়েদের শ্রমিক জীবন থেকে সরিয়ে এনে স্কুলের চার দেওয়ালের মধ্যে সঠিক পথের হদিশ দেওয়ার প্রতিশ্রুতি যত এসেছে, প্রচেষ্টা তত হয়নি। এই বিষয় নিয়েই আসছে পরিচালক মৈনাক মিত্র ও কৌস্তুভ চক্রবর্তীর ছবি ‘হাতেখড়ি’ (Hatey Khori)। মূল গল্প বদ্রিনাথ সাউয়ের ‘অক্ষর অক্ষর দীপ জ্বলে’ থেকে নেওয়া। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন শঙ্খদীপ বন্দোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সোনালী চৌধুরী, সুমিত সমাদ্দার, প্রান্তিক বন্দোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, কঙ্কনা হালদার, রাজু মজুমদার, মোমো, মিঠুন দেবনাথ, সৃজা বসু, রুদ্ররাজ চক্রবর্তী, প্রিয়দর্শিকা চক্রবর্তী, সায়ক দাস ও রাকেশ ভট্টাচার্য। 

ছবির কাহিনি চাঁদকে নিয়ে। চাঁদের খুব ইচ্ছে সে পড়াশোনা করবে, স্কুলে যাবে। কিন্তু সে এবং তার বন্ধুরা সকলেই কেউ গ্যারেজে তো কেউ হয়তো চায়ের দোকানে কাজ করে। শিক্ষার সুযোগ তাদের কাছে ওই আকাশের চাঁদের মতোই বহুদূরের আশা হয়ে থেকে গেছে। কিন্তু চাঁদ হতাশ হয় না। সে পড়তে পারে, তাই হাতের কাছে যা পায় সবই পড়ে ফেলে। সে খবরের কাগজ হোক বা অন্য কিছু। চাঁদের পড়াশোনা করার এই অদম্য ইচ্ছে দেখে তার পাশে এসে দাঁড়ায় বাণী দিদি ও চাঁদের বন্ধুরা। তবু এত সহজে কি তার স্বপ্ন সত্যি হবে? 

child labour

শঙ্খদীপ (বাঁদিকে) ও প্রান্তিক

“বছরখানেক আগে মৈনাক আমার কাছে চিত্রনাট্য নিয়ে এসেছিল,” বললেন বিশ্বনাথ। “গল্পটা খুব ভালো লেগেছিল। তেমনই ভালো লেগেছে শুটিংও। ছবির ট্রেলার দেখে আবার শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ে গেল। চাঁদের ভূমিকায় শঙ্খদীপ আর বাণীর চরিত্রে কঙ্কনা খুব ভালো অভিনয় করেছে। দর্শকের ভালো লাগবে ছবিটা।”

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

পরিচালকদ্বয় জানালেন, “সিনেমা সমাজের দর্পন। সেরকমই ‘হাতেখড়ি’ও সমাজের একটা বিশেষ দিকের গল্প বলবে। সিনেমা আমাদের কাছে একটা আলাদা আবেগ। সেই আবেগ দিয়েই সাধারণ মানুষের কিছু স্বপ্নকে বুনতে চেয়েছি। চাঁদের স্কুলে যাওয়ার ইচ্ছের মধ্যে দিয়ে একটা সাধারণ ছেলের বিশেষ কেউ হয়ে ওঠার, এই সমাজের অংশ হয়ে ওঠার যে অদম্য জেদ রয়েছে সেই গল্পই রয়েছে ছবিতে।” 

ছবিতে সুরারোপ করেছেন শুভঙ্কর দেবনাথ, শুভ্রদীপ বকসী, সুপ্রতিপ ভট্টাচার্য ও অমিত চট্টোপাধ্যায়। চিত্রগ্রহণ করেছেন রিপন হোসেইন। শিল্প নির্দেশনায় ছিলেন গোপাল গড়াই।

২৯ মার্চ মুক্তি পাবে ‘হাতেখড়ি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *