একই গানে ঠোঁট মেলালেন টালিগঞ্জের তারকারা
RBN Web Desk: বাংলার মানুষের মনোবল বাড়াতে একসঙ্গে একই গানে ঠোঁট মেলালেন টালিগঞ্জের প্রায় সব তারকারা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘এই বাংলা আমার হাসবে আবার’ গানে দেখা গেল তাঁদের। করোনার আতঙ্কে সারা দেশ গৃহবন্দী। দ্বিতীয় দফার লকডাউন ষষ্ঠ দিনে পা রাখল আজ। বন্ধ রয়েছে সমস্ত ছবির শ্যুটিং। এই অচলাবস্থা কতদিনে কাটবে তা জানা নেই। তাই সমস্ত দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে ও তাদের মনোবল বাড়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ প্রকাশিত হল এই গানের ভিডিও। গানের কথা লিখেছেন প্রসেন মুখোপাধ্যায়, ও সুর দিয়েছেন অরিন্দম। গানটি গেয়েছেন শাশ্বত সিং ও নিকিতা গান্ধী।
‘এই বাংলা হাসবে আবার’-এর ভিডিওতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরত জাহান ও পাওলি দাম।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
গানটিতে এতজন অভিনেতা অভিনেত্রীদের একসঙ্গে দেখা গেলেও লকডাউনের নিয়ম মেনে প্রত্যেকেই তাঁদের নিজের বাড়িতে থেকেই নিজেদের অংশটুকু শুট করেছেন। গানের শেষাংশে মুখ্যমন্ত্রীর বার্তায় সকলকে বাড়ির ভেতরে থাকতে ও সাবধানে থাকতে বলা হয়েছে।