কমছে বাংলা ছবির প্রজেকশন খরচ

RBN Web Desk: সত্যিই এবার বাংলা ছবির পাশে দাঁড়াতে দেখা গেল প্রযোজনা সংস্থাকে। ইম্পা (EIMPA) ও ইউফোর (UFO) যুগ্মপ্রয়াসে গত সপ্তাহেই কমেছিল বাংলা ছবির ডিজিটাল প্রক্ষেপণ খরচ। এবার সেই একই পথে হাঁটল প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF) কিউবও (QUBE)। অর্থাৎ সামগ্রিকভাবে কমছে প্রেক্ষাগৃহে বাংলা ছবি প্রদর্শনের খরচ। 

এতদিন হিন্দি ছবির রমরমা বাজারে বাংলার হিসেব ছিল কিছুটা জটিল। হিন্দি এবং অন্য ভাষার ছবিকে প্রেক্ষাগৃহে দেখানোর জন্য যেখানে খরচ ছিল সপ্তাহে ₹৫,৫০০ টাকা সেখানে বাংলা ছবিকে দিতে হতো ₹৭,০০০। অর্থাৎ দিন প্রতি ₹১,০০০ খরচ করতে হতো বাংলা ছবির জন্য। 

এই পরিমাণকেই কমাতে উদ্যোগ নিয়েছিল ইম্পা এবং অন্যান্যরা। গত সপ্তাহে ইম্পা এবং ইউফোর উদ্যোগে এক ধাক্কায় এই খরচ এক তৃতীয়াংশ কমে গিয়েছিল। আজ সেই একই উদ্যোগ নিলো এসভিএফের অধীনে থাকা কিউবও। 

আরও পড়ুন: ভিড় সামলাতে মধ্যরাতের শো, বাংলাদেশে মেগাহিট ‘তুফান’

ইম্পা এবং কিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে বাংলা ছবির প্রত্যেক শোয়ের জন্য প্রজেকশন খরচ পড়বে ₹৩০০ টাকা। তবে এই খরচ শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সপ্তাহের জন্যই প্রযোজ্য। তৃতীয় সপ্তাহে এই খরচ শো প্রতি কমে হবে ₹১৫০। চতুর্থ সপ্তাহে কোনও খরচ লাগবে না। তবে এর সঙ্গে যোগ হবে জিএসটি। 

কিউবের পক্ষ থেকে রাহুল মোহতা জানিয়েছেন, এই খরচ কমাবার কথা গত সপ্তাহেই স্থির করা হয়েছিল। তবে তাঁদের অফিস সংলগ্ন বহুতলে আগুন লাগার কারণে ঘোষণা করতে কিছুটা সময় লেগেছে। দুই সংস্থার একইরকম সিদ্ধান্তে আপাতত খুশির হাওয়া বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে। বর্তমান ব্যবস্থায় লাভবান হবেন ছবির প্রযোজকরা। তবে মাল্টিপ্লেক্সে ছবি দেখার জন্য সাধারণ দর্শকের আদৌ কোনও সাশ্রয় হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *