হোমসের পর সৃজিতের নিশানায় এবার সিরাজ?
RBN Web Desk: শার্লক হোমসের ভারতীয় সংস্করণের পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নিশানায় এবার বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। এই মুহূর্তে আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক ও ডঃ ওয়াটসনকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ় পরিচালনায় ব্যস্ত সৃজিত। চরিত্রদুটিতে অভিনয় করছেন কেকে মেনন ও রণবীর শোরে। দুই অভিনেতাকে নিয়ে এক প্রস্থ শুটিংও তিনি সেরে ফেলেছেন বোলপুর ও আশপাশের অঞ্চলে।
এছাড়া সৃজিত পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশকাহিনি নিয়েও জল্পনা তুঙ্গে। সৃজিতের ব্যোমকেশ বড়পর্দায় আসবে, নাকি ওয়েব সিরিজ় হিসেবে ডিজিটাল মাধ্যমে দেখা যাবে, তাই নিয়েও বিপুল আলোচনা চলছিল। তবে পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে একটি নতুন সিরিজ়ের প্রথম কাহিনি হিসেবে সম্প্রচারিত হবে ‘দুর্গরহস্য’। রহস্যের পাশাপাশি এই সিরিজ়ে সেই সময়ের ইতিহাসের ওপরেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সৃজিতের এই সিরিজ়ে ব্যোমকেশের ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। অজিতের চরিত্রে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে। সোহিনী সরকার থাকবেন সত্যবতীর ভূমিকায়। এছাড়া বিপ্লব চট্টোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, দেবরাজ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা যাবে।
আরও পড়ুন: পাল্প ফিকশন লেখক শ্রীস্বপনকুমারের ভূমিকায় পরাণ
একই সাক্ষাৎকারে সৃজিত জানিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে ছবি করার তাঁর বহুদিনের ইচ্ছা। পলাশীর যুদ্ধ নিয়ে তিনি দীর্ঘদিন পড়াশোনা করেছেন। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে বড়পর্দায় আনতে চান তিনি। সিরাজের ভূমিকায় দেবকে নেওয়া নিয়ে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছেন সৃজিত।
উল্লেখ্য, কয়েক বছর আগে সিরাজউদ্দৌলাকে নিয়ে একটি ছবির পরিকল্পনা করেছিলেন রাজ চক্রবর্তী। প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছিল। পরবর্তীকালে সে ছবি আর নির্মিত হয়নি।
তবে পলাশীর যুদ্ধ নিয়ে ছবি করার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সৃজিত।
ছবি: RBN আর্কাইভ