“চেয়েছিলাম অঙ্কুশের থেকে হাসান আলাদা হোক”
তাঁর চেনা গণ্ডির বাইরে গিয়ে দর্শককে চমকে দিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কুরবান‘ এবং এই ছবিতে হাসান চরিত্রে অঙ্কুশ একেবারে অন্য মানুষ। ছবির গল্পও বাণিজ্যিক ধারার নয়। বরাবর জনপ্রিয় ঘরানার ছবিতে অভ্যস্ত অঙ্কুশকে এমন ছবিতে দেখতে পাওয়া কিছুটা অবাক করে বইকি। ‘কুরবান’-এর প্রিমিয়রে রেডিওবাংলানেট-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি জানালেন নতুন ছবি নিয়ে নানা কথা।
একেবারে আলাদা ঘরানার চরিত্র, অন্য ধরনের ছবি। এরকম একটা ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত কেন নিলে?
অঙ্কুশ: চরিত্রটা আমার পছন্দ হয়েছে, গল্পটাও বেশ ভালো লেগেছিল। শুধু চরিত্র ভালো হলে বা শুধু গল্প ভালো হলে হয়তো করতাম না। অনেক সময় গল্প ভালো লাগলেও দেখা যায় আমার চরিত্রটা একইরকম থাকছে সব ছবিতে। সেখানে আমার নতুন কিছুই করার থাকে না। তাই সেদিক দিয়ে এই গল্পটা পছন্দ হয়েছিল যেখানে নতুন কিছু করার, নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে।
‘এফআইআর’-এর সময় তুমি বলেছিলে নিজের ইমেজ পাল্টাতে চাও না। তাহলে এখন কি নতুন ইমেজে যেতে চাইছ?
অঙ্কুশ: ইমেজ পাল্টাব, সেরকম কিছু নয়। এমন নয় যে আমি নিজের কাজের ধারা পাল্টে একেবারে আলাদা ধরনের চরিত্র করব। হয়ত এরকম চরিত্র আবার বহুদিন পরে করব। এখন আমি আবার আমার চেনা জায়গায় ফিরে যাব। ‘মির্জ়া’ আসছে পরের বছর। ভালো গল্প নিয়ে আমি নিজের ধারাতেই কাজ করব বেশি। তবে এরকম গল্প এবং চরিত্র পেলে নিশ্চয়ই সেটাও করতে চাইব।
আরও পড়ুন: ‘সেনা উর্দি পরতে পারাই সবথেকে বড় পুরস্কার’
ক’দিন আগে ‘শিকারপুর’ সিরিজ়়ে তোমার অভিনয় সকলের ভালো লেগেছে। সিরিজ়টাও প্রচুর প্রশংসা পেয়েছে। দ্বিতীয় সিজ়ন আসবে নিশ্চয়ই?
অঙ্কুশ: হ্যাঁ, ‘শিকারপুর’ আবার আসবে। তবে প্রথম সিজ়ন করার সময় দ্বিতীয়টার কথা ভেবে করা হয়নি। মানুষ যখন এতটা পছন্দ করেছেন তখন দ্বিতীয় সিজ়ন নিয়ে পরিকল্পনা তো রয়েইছে। সেটা লিখতে কিছুটা সময় লাগবে। দেখা যাক কবে আবার কাজ শুরু হয়।
‘কুরবান’-এ তোমার লুকটা একেবারে অন্যরকম। কোনও বিশেষ কারণ ছিল এই লুকের?
অঙ্কুশ: এই লুকটা আসলে অঙ্কুশের থেকে হাসানকে আলাদা করে। এমন একটা লুক করতে চাইছিলাম যেখানে লোকে আলাদা করে হাসানকে চিনবে। অঙ্কুশের থেকে সেটা একটু দূরে থাকুক, এটাই মাথায় ছিল।
ছবি: প্রতিবেদক