‘দেয়া নেয়া’ দিয়ে শুরু এবারের চলচ্চিত্র উৎসব

কলকাতা: উত্তমকুমার ও তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ ছবি দিয়ে শুরু হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ থেকে ১২ ডিসেম্বর শহরের ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিগুলি। গতকাল এ সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস ও পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন গৌতম ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, রাজ চক্রবর্তীরাও।

৫ ডিসেম্বর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কপূর, কমল হাসান, শত্রুঘ্ন সিংহ ও সোনাক্ষী সিংহ। নন্দন, রাধা স্টুডিও, নজ়রুল তীর্থ ও রবীন্দ্র ওকাকুরা ভবন ছাড়াও নবীনা, সাউথ সিটি, প্রাচী, মিনার, বিজলী, মেনকা, অশোক, অজন্তা, মনি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট, নিউ এম্পায়ার, স্টার থিয়েটার ও নিউ এম্পায়ার প্রেক্ষাগৃহে ৩৯টি দেশের ২১৯টি ছবি দেখানো হবে। প্রতিযোগিতায় থাকবে ৭২টি ফিচার ছবি ও ৫০টি তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ছবি। অন্যান্য বিভাগের পাশাপাশি এ বছর প্রথম বাংলা প্যানোরামা বিভাগকেও প্রতিযোগিতামূলক করা হয়েছে। যেখানে থাকছে সাতটি ছবি। পুরস্কার মূল্য ₹৭.৫ লক্ষ। 

আরও পড়ুন: ‘সেনা উর্দি পরতে পারাই সবথেকে বড় পুরস্কার’

এবার মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্র, রিচার্ড অ্যাটেনবরো, লিন্ডসে অ্যান্ডারসন, চার্লটন হেস্টন ও উসমান সম্বেনের শতবর্ষ উদযাপন করা হবে। শ্রদ্ধা জানানো হবে আরও পাঁচজন সদ্য প্রয়াত ফিল্ম ব্যক্তিত্বকে যাঁদের মধ্যে অন্যতম চিত্রগ্রাহক সৌমেন্দু রায়। রুশ পরিচালক পাভেল লঞ্জিনের সাতটি ছবির রেট্রোসপেকটিভ থাকছে। ভারতের ছ’টি অপ্রচলিত ভাষার ছবি দেখানো হবে। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি স্পেন এবং বিশেষ আকর্ষণ অস্ট্রেলিয়া। এই দুই দেশের যথাক্রমে ছ’টি ও ১৫টি ছবি দেখানো হবে। ভারতীয় ক্রীড়া বিষয়ক ছবি হিসেবে থাকছে ‘ঘুমর’, ‘সাবাশ মিঠু’ এবং ‘জার্সি’। 

আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?

প্রতিবারের মতো এবারেও থাকছে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। এবারের আমন্ত্রিত বক্তা আমেরিকান লেখক ও পরিচালক লরেন্স কার্ডিশ। মৃণাল সেন ও দেব আনন্দকে নিয়ে থাকছে দুটি প্রদর্শনীর ব্যবস্থা, নন্দন ফয়ার এবং গগণেন্দ্র প্রদর্শশালায়। তিনটি মাস্টারক্লাস থাকবে অভিনয়, পরিচালনা ও ফিল্ম প্রোডাকশনের ওপর। এই উপলক্ষে ৮ থেকে ১১ ডিসেম্বর শিশির মঞ্চে উপস্থিত থাকবেন সৌরভ শুক্ল, সৌগত মুখোপাধ্যায়, সুধীর মিশ্র ও মনোজ বাজপেয়ী। 

ছবি: সুফল ভট্টাচার্য




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *