আমাদের জন্য চরিত্র লেখা হয় না: ঋতব্রত
RBN Web Desk: শুরুটা ২০১২ সালে সুজয় ঘোষের ‘কাহানি’ দিয়ে। তারপর একাধিক মনে রাখার মতো চরিত্রে অভিনয় করলেও আপাতত এটাই ঋতব্রত মুখোপাধ্যায়ের আক্ষেপ। ‘কাহানী’র বিষ্ণুর পর বড়পর্দায় এক-এক করে কচুয়া, ভৃগু, বিক্রম কিংবা ‘দ্বিতীয় পুরুষ’-এ খোকার ভূমিকায় অভিনয় করতে-করতে কেটে গেছে দশটা বছর। সেদিনের সেই ছোট্ট কিশোরের চরিত্রে অভিনয় করা ঋতব্রত আজ অনেকটাই বড়সড়। মঞ্চ ও বড়পর্দা, দুই ক্ষেত্রেই অভিনয় করছেন চুটিয়ে। কাজ করেছেন অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়দের মতো পরিচালকদের সঙ্গে।
“হ্যাঁ, অনেক ধরণের চরিত্রে অভিনয় করে ফেলেছি এটা ঠিকই। তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। ‘কাহানি’র পর অনেকগুলো বছর কেটে গেল। এর মধ্যে যেমন ‘গোয়েন্দা জুনিয়র’ আছে তেমন খোকার ছোটবেলার চরিত্রও আছে। এটা ঠিক, যে রেঞ্জ অফ ক্যারেক্টার আমি এই বয়সেই পেয়েছি, তা সকলে পায় না,” রেডিওবাংলানেট-কে বললেন ঋতব্রত।
আরও পড়ুন: আবারও বাংলায় জনপ্রিয় হিন্দি মেগাধারাবাহিক
তবে চরিত্র বাছাইয়ের সময় সেটা সাদা না কালো, সে ব্যাপারে তিনি কখনও বাছবিচার করেন না বলে জানালেন ঋতব্রত। “আমি ভালো চরিত্র খুঁজি, যেখানে অভিনয়ের সুযোগ থাকবে। তবে এটাও মাথায় রাখি যে আগের করা কোনও চরিত্রের পুনরাবৃত্তি যেন না হয়ে যায়। তবে বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে একই ধরণের চরিত্র আসতেই থাকবে। সবসময়ই যে খুব অন্য ধরনের একটা চরিত্র পাব এমন তো নয়। তখন আমাকে ভাবতে হবে তার মধ্যেও কীভাবে নতুনত্ব আনা যায়” বললেন অভিনেতা।
তবে এই কঠিন সময়ে খুব বেশি চরিত্রে তাঁকে ভাবার সুযোগ নেই বলেই মনে করেন তিনি। “এই মুহূর্তে নতুন ছবির কাজ কম হচ্ছে এটা ঠিক। তবে এটাও ঠিক যে এই সময়টায় আমরা একটা রিস্ক জ়োনে আছি। আমরা মানে আমি, ঋদ্ধি (সেন), উজান (গঙ্গোপাধ্যায়) বা আমাদের বয়সী অন্য অভিনেতারা। ‘কাহানি’ বা ‘ওপেনটি বায়স্কোপ’ যখন হয়েছিল তখন আমরা অনেকটাই ছোট। আমাদের জন্য ছবিতে চরিত্র পাওয়া যেত। আর একটু বয়স বাড়লেও আশা করি অনেক চরিত্র পাব। কিন্তু এই বয়সটা এমনই যে আলাদা করে আমাদের ভেবে চরিত্র লেখা হয় না। হলেও তা খুবই কম। তাই আমাদের অভিনয়ের সুযোগও খুব বেশি আসে না,” জানালেন ‘ঘরে বাইরে আজ’ ছবির অমূল্য।