টেলভিশনের পর্দায় ‘প্রথম কদম ফুল’
RBN Web Desk: সত্তরের দশক। বাড়িতে ভালোবাসার কথা জানান দেওয়া তখন ততটা সহজ ছিলোনা। বহু ঘাত-প্রতিঘাতের পর কাকলি আর সুকান্ত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ভালোবাসার মায়াজালে দুজনের কেউই দেখতে পায়নি যে সাংসারের বাস্তবতা প্রথম প্রেমের মতো ততটা সুখের হয় না।
ঘোর কাটে, শুরু হয় আদর্শের সংঘাত। সুকান্তের ওপর রোজগারের চাপ বাড়তে থাকে। বাড়তে থাকে পরিবারের গুঞ্জন। কাকলি এত পড়াশোনা করে শুধু কি সংসার সামলাবে?
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে তৃতীয়বার অভিনেতা বদল
অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনি ‘প্রথম কদম ফুল’ (Prothom Kodom Phool) নিয়ে এর আগে সুপারহিট ছবি পরিচালনা করেছিলেন ইন্দর সেন। সেই গল্পই এবার আসছে টেলিভিশনের পর্দায়। কাকলির ভূমিকায় রয়েছেন সৌমী বন্দ্যোপাধ্যায়, সুকান্তের চরিত্রে অভিনয় করেছেন সৌভিক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবজিৎ রায়, পূর্বাশা রায় ও সৌরভ পাল।
‘সাহিত্যের সেরা সময়’ সিরিজ়ে আকাশ আট চ্যানেলে দেখা যাচ্ছে ‘প্রথম কদম ফুল’।