বিরক্ত লাগত ববির
RBN Web Desk: কোনও একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে পর্দায় যে বেশি সময়ের জন্য উপস্থিতির প্রয়োজন পড়ে না, তা আবারও প্রমাণ করেছেন ববি দেওল। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ ছবির দৈর্ঘ্য তিন ঘণ্টা ২৪ মিনিট। তার মধ্যে ববির উপস্থিতি ১৫ মিনিটেরও কম। তবু তাঁর অভিনীত আবরার চরিত্রটি নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
তবে যে চরিত্রে অভিনয় করে ববি ফের সামনে এলেন, নাকি সেটি প্রথমে করতেই চাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম ক’দিন শ্যুটিং করতে তাঁর খুব বিরক্ত লাগত। বিশেষ করে খুন করতে বা মহিলাদের অপমান করার দৃশ্যগুলি শ্যুট করতে তাঁর মোটেই ভালো লাগত না। পরে ববি নিজেকে বুঝিয়েছিলেন, তিনি একটি চরিত্রে অভিনয় করছেন মাত্র।
আরও পড়ুন: “আজকাল অনেকেই আমাকে চিনতে পারছেন”
২০১৮ সালে ‘রেস ৩’-এর পর ববির আর কোনও উল্লেখযোগ্য ছবি মুক্তি পায়নি। তবে ‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।