কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিতের প্রত্যাবর্তন
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ়ির মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁকে আবারও দেখা যেতে চলেছে বাঙালির অন্যতম প্রিয় এই চরিত্রে।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে ছবি করছেন পরিচালক চন্দ্রাশিস রায়। আগেও প্রসেনজিৎকে মুখ্য ভূমিকায় নিয়ে ছবি করেছেন তিনি।
এই অভিযানে সন্তু-কাকাবাবুর গন্তব্য দক্ষিণ ভারতের হামপি। সঙ্গে থাকছে জোজোও! কেবল থ্রি মাস্কেটিয়ার্সই নয়, এই অভিযানে সঙ্গী হবেন কাকাবাবুর বিশেষ পরিচিত রঞ্জন ঘোষাল ও তার স্ত্রী রিঙ্কুও।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে তৃতীয়বার অভিনেতা বদল
ইতিহাসে ‘পাগলা রাজা’ বলে পরিচিত মহম্মদ বিন তুঘলকের সময়ে পত্তন হওয়া বিজয়নগরের ইতিহাস কিছু কম নয়। আছে মহামূল্য হিরের কিংবদন্তিও, যা নাকি কোহিনূরের চেয়েও বড়! কাকাবাবুর বিজয়নগর ভ্রমণ আর শখের থাকেনি, জড়িয়ে যায় ইতিহাসমাখা অ্যাডভেঞ্চার।
আজ হয়ে গেল এই ছবির মহরত। উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তীও। প্রসেনজিৎ ছাড়া অন্যান্য মুখ্য চরিত্রে কারা থাকছেন, তা অবশ্য এখনও জানা যায়নি।