সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় প্রসেনজিৎ?
RBN Web Desk: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বায়োপিকে আবারও অভিনেতা বদল। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে ছবি তৈরির কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন পরিচালক লভ রঞ্জন (Luv Ranjan)। সৌরভ নিজেও সেই ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তবে তাঁর ভূমিকায় কোন অভিনেতাকে নেওয়া হবে সেই নিয়ে শুরু থেকেই ছিল ধোঁয়াশা।
২০২২-এ জানা গিয়েছিল সৌরভের ভূমিকায় ছবিতে দেখা যেতে পারে রণবীর কপূরকে (Ranbir Kapoor)। তবে পরে জানা যায় রণবীর ছবিটি করছেন না। এই বছরের শুরুতে মোটামুটি পাকা খবর পাওয়া যায় রণবীরের বদলে ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)। বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবার কথা ছিল।
আরও পড়ুন: শ্রদ্ধার অভিনীত চরিত্র নিয়ে নতুন ছবি
তবে এবার আয়ুষ্মানও ছবিটি করছেন না বলে জানা গিয়েছে। ফলে ছবির শুটিং শুরুর মুখে আবারও অভিনেতা বদল হতে চলেছে সৌরভের বায়োপিকে। তবে বাংলার জন্য সুখবর। এবার বাংলার ছেলের ভূমিকায় অভিনয় করবেন বাংলারই নায়ক, এমনটাই খবর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) সৌরভের ভূমিকায় দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
যদিও খবরের সত্যতায় এখনও সিলমোহর দেননি ছবির সঙ্গে জড়িত কেউই। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে সে নিয়েও কিছু জানা যায়নি। তবে সৌরভের মেয়ে সানার ইচ্ছে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে তাঁর মায়ের চরিত্রে দেখার। ছবির কাস্টিং নিয়ে এখনও পরিচালক বা প্রযোজকের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
ছবি: RBN আর্কাইভ