আরও এক ধাপ উঠে এল জয়ী
RBN Web Desk: আগের সপ্তাহে ছিল চতুর্থ স্থানে। তবে শুধু একা নয়, সঙ্গে ছিল ফাগুন বউ ও দেবী চৌধুরাণী। এ সপ্তাহে আরও এক ধাপ উঠে এসে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের টিআরপি তালিকায় তিন নম্বরে জয়ী ।
কিন্তু প্রথম সেই কৃষ্ণকলি। টিআরপি তালিকায় একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে শ্যামা মেয়ের গল্প। তবে দ্বিতীয় স্থানে থাকা করুণাময়ী রাণী রাসমণির সাথে ফারাক কমে এসে দাঁড়িয়েছে ১.৫-এ, গত সপ্তাহে যা ছিল ২.০।
এছাড়া এক সপ্তাহ মুখ দেখিয়েই টিআরপি তালিকার বাইরে চলে গেছে টেক্কা রাজা বাদশা।
রক্ত রহস্য নিয়ে আসছেন সৌকর্য
বিশেষজ্ঞদের ধারণা, জয়ীর প্লটে এসেছে নতুন মোড় আর তাতেই বাড়ছে ধারাবাহিকটির টিআরপি। তবে ইতিমধ্যেই দুটি নতুন ধারাবাহিক ময়ূরপঙ্খী ও নকশিকাঁথা-এর সম্প্রচার শুরু হয়েছে। তাই পরের সপ্তাহে হয়ত কিছুটা রদবদল দেখা যেতে পারে টিআরপি তালিকায়, বলছেন বিশেষজ্ঞরা।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম দশটি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১১.১)