ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে নতুন ছবি ঘোষণা অনিন্দ্যর

RBN Web Desk: সামনেই স্বরস্বতী পুজো, বাঙালির প্রেমদিবস। শীতের রোদমাখা আলসে সকালকে উপেক্ষা করে তারই তোড়জোর শুরু করে দিয়েছে প্রায় সবাই। এদিকে সরস্বতী পুজোর রেশ কাটতে না কাটতেই হাজির হবে ভ্যালেন্টাইনস ডে। প্রেমিক বাঙালির হুল্লোড়ের অবকাশ লাগে মাত্র। আর সেই অবকাশকে উসকে দিতেই আসছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘প্রেমTame‘।

অনিন্দ্যরই লেখা ‘বকলস’ উপন্যাস অবলম্বনে তৈরী হবে এই ছবি। “এটা মূলত প্রেমের গল্প,” রেডিওবাংলানেট-কে জানালেন অনিন্দ্য। “কলেজের তিন বন্ধু—দুটি মেয়ে ও একটি  ছেলে—এদের মধ্যে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়েই এই ছবি।”

এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন শান্তনু মৈত্র। এর আগে ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’, ‘পাঁচ অধ্যায়’ ও ‘বুনোহাঁস’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনিন্দ্য-শান্তনু জুটি। ‘চন্দ্রবিন্দু’র একাধিক জনপ্রিয় গানের সুর করেছেন অনিন্দ্য। তাহলে নিজের ছবিতে সেটা করছেন না কেন? “আমার ছবিতে আমায় কেউ গান দিতে চায় না,” অনিন্দ্যর গলায় রসিকতা। “আসলে শান্তনুর সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব। ওর সুরে একাধিক গানও গেয়েছি আমি। আর তাছাড়া আমরা সবাই যেহেতু গানবাজনার সঙ্গে যুক্ত, তাই একটা যোগাযোগ থেকেই যায়।” ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: খেল দিখা সকোগে না?

‘প্রেমTame‘-এ কারা গান গাইবেন সেই প্রসঙ্গে এখনও কিছু ঠিক হয়নি বলে জানালেন অনিন্দ্য। “গানগুলো এখন সবে লেখা হচ্ছে। তবে ছবির অ্যালবামে প্রসেন মুখোপাধ্যায়ের একটি গান থাকবে। আমার লেখা বা কণ্ঠে কোনও গান থাকবে কি না সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না,” বললেন তিনি।

‘প্রেমTame‘-এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে একঝাঁক নতুন মুখ। এর আগে অনিন্দ্য পরিচালিত ‘ওপেন টি বায়োস্কোপ’ ও ‘প্রজাপতি বিস্কুট’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও ঈশা সাহার মতো শিল্পীরা।

১৪ ফেব্রুয়ারি থেকে চন্দননগর ও শ্রীরামপুরে শুরু হবে ‘প্রেমTame‘-এর শুটিং।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *