অসুস্থ সৌমিতৃষা, তবু নিচ্ছেন না বিরতি
RBN Web Desk: জ্বরে কাবু ‘মিঠাই’ ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। গতকাল থেকেই ১০১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে থার্মোমিটারের পারা। তবু কাজ থেকে বিরতি নিচ্ছেন না তিনি। আজ সাকল ৭.৩০টার মধ্যে ওষুধ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সৌমিতৃষা। শ্যুটিংয়ে পৌঁছে যান সময়মতো। কিন্তু দুপুর থেকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
গত কয়েকদিন ধরে ‘মিঠাই’-এর আউটডোর শ্যুটিং চলেছে। মাথায় বৃষ্টির ফোঁটা পড়েছে একাধিকবার। এদিকে কন্টিন্যুইটির খাতিরে চুল বেঁধেই রাখতে হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত সাজঘরেও আসা যাওয়া লেগেই রয়েছে। এই সব কারণেই জ্বরে কাবু হয়েছেন সৌমিতৃষা।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
ধারাবাহিকে সৌমিতৃষাই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। বেশিরভাগ দৃশ্যেই তাঁকে প্রয়োজন। তিনি না থাকলে গোটা ইউনিট সমস্যায় পড়ে যাবে। তাই শ্যুটিং থেকে বিরতি নিচ্ছেন না তিনি। তবে কাজের ফাঁকে-ফাঁকে বিশ্রাম নিচ্ছেন।
আগামীকাল চিকিৎসকের সঙ্গে কথা বলে তবেই কাজে আসবেন বলে জানিয়েছেন সৌমিতৃষা।