এখনও সঙ্কটজনক আবু হেনা রনি
RBN Web Desk: বাংলাদেশি কৌতুকশিল্পী আবু হেনা রনির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। ১৬ সেপ্টেম্বর ঢাকার গাজিপুরে একটি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন রনি। তাঁর শরীররে প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। রনি ছাড়া আরও অনেকে এই বিস্ফোরণে গুরুতর আহত হন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক এস এম আইউব হোসেন জানিয়েছেন যে এরকম দুর্ঘটনায় আহতদের মাল্টিঅরগ্যান সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাত দিনের আগে রনির শারীরিক অবস্থা সম্পর্কে তাই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
আরও পড়ুন: দেবের পরিবর্তে ইন্দ্রনীল?
বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও বেশ জনপ্রিয় রনি। ‘মীকাক্কেল’ জেতার পর থেকেই কৌতুকশিল্পী হিসেবে তিনি দর্শকের নজরে আসেন।
রনির চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।