যমজ বোনের রহস্য সন্ধানে
RBN Web Desk: দুজন মানুষকে একরকম দেখতে হলে একজনের অপরাধের সাজা অপরজনের ঘাড়ে চাপানো কি সহজ হয়ে যায়? বোধহয় না, আইনের হাতে শেষ পর্যন্ত আসল অপরাধীকে শাস্তি পেতেই হয়। এই যমজ বোনের রহস্য নিয়েই সন্দীপ সরকার তৈরি করেছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘সার্চ’। আজ মুক্তি পেল এই সিরিজ়ের ট্রেলার। ‘সার্চ’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার, ভাস্বর চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, জয় সেনগুপ্ত, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ চক্রবর্তী।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
‘সার্চ’-এর গল্প কি নিয়ে?
জিনা ও মান্তা যমজ বোন। কুখ্যাত গ্যাংস্টার জ্যাকিভাইয়ের কাছ থেকে মাদকদ্রব্য চুরি করে মান্তা একটি মাদকচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে সেই চক্রের চোখে ধুলো দিয়ে মান্তা পালিয়ে আসে কালিম্পংয়ে তার বোন জিনার শ্বশুরবাড়িতে। এরপরই শুরু হয় আসল গল্প। ছবিতে জিনা ও মান্তার চরিত্রে অভিনয় করছেন মধুমিতা। জ্যাকিভাইয়ের চরিত্রে থাকছেন রাজেশ। নারকোটিক বিভাগের কর্মকর্তা সৌম্যদীপ ও অরিন্দমের ভূমিকায় রয়েছেন জয় ও কৌশিক। এক সাংসদের চরিত্রে দেখা যাবে সব্যসাচীকে।
শীঘ্রই ক্লিক-এ মুক্তি পাবে ‘সার্চ’।