প্রচারিত হবে না কোনও নতুন পর্ব, ব্যতিক্রম ভূমিকন্যা
কলকাতা: টালিগঞ্জ স্টুডিয়োপাড়ায় টেলিভিশনে অভিনয় করেন এমন শিল্পীদের একাংশের ধর্মঘটের জেরে, আজ সোমবার, কোনও ধারাবাহিকেরই নতুন পর্ব সম্প্রচার করার সম্ভাবনা প্রায় নেই। সূত্রের খবর, গত শুক্রবার থেকে সমস্ত শ্যুটিং বন্ধ থাকায় প্রযোজকদের হাতে এপিসোড ব্যাংক শূণ্য। তবে ব্যতিক্রম ভূমিকন্যা । কম্বোডিয়া ছাড়াও বহু জায়গায় ইতিমধ্যেই বহিঃদৃশ্য গ্রহণের ফলে, আপাতত সংকটে নেই এই নতুন ধারাবাহিক।
টেলিভিশন ধারাবাহিক প্রযোজকদের একাংশের সভাপতি শৈবাল বন্দোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানালেন, “তিনটি প্রথম সারির চ্যানেলে কমবেশি ৩৩টি দৈনিক ধারাবাহিক প্রচারিত হয়। গত শনিবার অনেক শিল্পীরা শ্যুটিং ফ্লোরে এসে মেকআপ নিয়েও বসে থাকেন। বকেয়া পারিশ্রমিক না মেটানো অবধি তারা আর কাজ করবেন না বলে জানিয়ে দেন। নতুন কোনও পর্বের শ্যুটিং না হওয়ায়, বাধ্য হয়ে অনেক ধারাবাহিকেই পুরনো পর্ব দেখানো হতে পারে।”
চিত্রনাট্য তৈরি, তবুও আসছে না অদম্য সেন
আজ বিকেলের দিকে কোনও রফাসূত্র বেরলেও, সম্প্রচার-প্রস্তুত নতুন পর্ব চ্যানেলের হাতে তুলে দেওয়া কার্যত অসম্ভব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অন্দরমহল, করুণাময়ী রাণী রাসমণি, জয় বাবা লোকনাথ, দেবী চৌধুরাণী, কৃষ্ণকলী, কুসুমদোলা ও ফাগুন বৌ ধারাবাহিক।
শিল্পীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী মাসের ১৫ তারিখের মধ্যে বেতন দিয়ে দেওয়ার কথা থাকলেও, অধিকাংশ প্রযোজকই তা করেন না। এছাড়া ওভারটাইম কাজ করলেও, তার জন্য আলাদা কোনও পারিশ্রমিক পান না তারা।
নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
প্রযোজকদের পাল্টা দাবী, ১৪ ঘন্টা কাজের মধ্যে অনেক শিল্পীই একই সময়ে একাধিক ধারাবাহিকে অভিনয় করেন বলে অন্য ফ্লোরে চলে যান। সেই জন্যই শ্যুটিং শেষ করতে দেরি হয়। অনেক সিনিয়র অভিনেতা-অভিনেত্রীই এক একটি ধারাবাহিকের জন্য দৈনিক ৩০,০০০-৫০,০০০ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। এরপর ওভারটাইমের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া প্রযোজকদের পক্ষে সম্ভব নয়, এমনটাই দাবী তাদের।