পয়লা নম্বরে শ্যামা মেয়ের গল্প, উঠে আসছে জয়ীও
RBN Web Desk: দৌড় থামছে না কৃষ্ণকলির। গত সপ্তাহের মত এবারও সবাইকে পেছনে ফেলে পয়লা নম্বরে শ্যামা মেয়ের গল্প । ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল-এর ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকায় কোনও চমক না থাকলেও, এবারও সামগ্রিকভাবে এক নম্বরে রয়েছে সা রে গা মা পা। গত সপ্তাহে এর রেটিং ছিল ১১.৯। এবারও সেই একই নম্বর নিয়ে ফিকশন, নন-ফিকশন মিলিয়ে প্রথম স্থান দখলে রেখেছে এই জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানটি।
তবে অগ্রগতি হয়েছে জয়ীর। গত সপ্তাহে এই ধারাবাহিকটি ৭.৬ নম্বর নিয়ে ছিল পঞ্চম স্থানে। সেখানে বর্তমান সপ্তাহে জয়ীর স্থান চতুর্থ।
সমারোহে যীশু, বাকিটা ইতিহাস
ওয়াকিবহাল মহলের ধারণা, আগামী এক মাসের মধ্যে বড়সড় পরিবর্তন আসতে পারে এই তালিকায়, কারণ শুরু হতে চলেছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। প্রায় এক দশক পর আবার কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন মানালী দে। এছাড়াও পুজোর মরশুমেই শুরু হবে ময়ূরপঙ্খী। রেশম ঝাঁপির পর আবার সোহিনী গুহ রায়কে দেখা যাবে নায়িকার ভূমিকায়।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১০টি ধারাবাহিক এরকম।
১. কৃষ্ণকলি (১১.০)