টেলিভিশনে বিপ্লব চট্টোপাধ্যায়
RBN Web Desk: বাংলা টেলিভিশনে অভিনয় করতে চলেছেন বিপ্লব চট্টোপাধ্যায়। দীর্ঘ অভিনয় জীবনে প্রবীণ এই অভিনেতা সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেন, তরুণ মজুমদারের মতো পরিচালকদের ছবিতে কাজ করেছেন। এবার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগেও টেলিভিশনে অভিনয় করেছেন তিনি।
প্রযোজনা সংস্থা সূত্রের খবর, ধারাবাহিকে বিপ্লবের অভিনীত চরিত্রের নাম বিষ্ণুদাস। বামাক্ষ্যাপা জানতে পারবেন যে তাঁর ভক্ত বিষ্ণুদাসকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিষ্ণুদাস পেশায় গরিব কীর্তনীয়া। তাঁর প্রতিভা থাকলেও কীর্তনীয়াদের দলে সে ব্রাত্য। এদিকে বিষ্ণুদাসের কাঁধেই গোটা পরিবারের দায়িত্ব। নাতনি রাধারানির বিয়ে নিয়েও সে চিন্তিত। এমতাহস্থায় বিষ্ণুদাসের পাশে উপস্থিত হন বামাক্ষ্যাপা, বাড়িয়ে দেন সাহায্যের হাত। এই ধারাবাহিকে অঘোরানন্দর ভূমিকায় অভিনয় করছেন গৌতম হালদার।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন বিপ্লব। কাজ করেছেন প্রথম সারির সব পরিচালকদের সঙ্গে। সম্প্রতি পাভেল পরিচালিত ‘অসুর’ (২০১৯) ছবিতে অভিনয় করেছেন তিনি।