নিয়মিত ঢাক বাজানোর তালিম নিচ্ছি: শ্বেতা
RBN Web Desk: বরাবরই ব্যতিক্রমী চরিত্র পছন্দ করেন তিনি। কখনও ‘জড়োয়ার ঝুমকো’র ঝুমকো কখনও বা ‘তুমি রবে নীরবে’র ঝিল হয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এবার এক মহিলা ঢাকির জীবনযুদ্ধের কাহিনী আসছে টেলিভিশনের পর্দায়। ‘যমুনা ঢাকি’ নামের এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন শ্বেতা।
যেহেতু এক ঢাকির জীবনকাহিনী, তাই এই ধারাবাহিকে ঢাক যে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না। অভিনয়ের জন্য শিল্পীদের অনেক কিছুই শিখতে হয়। যমুনার চরিত্রে অভিনয় করার জন্য কীভাবে ঢাক বাজানো শিখলেন তিনি?
রেডিওবাংলানেট-কে শ্বেতা জানালেন, “আমার বাড়ির পাশেই একজন ঢাকি থাকেন। আমরা তাঁকে রঘুদা বলে ডাকি। তাঁর কাছে নিয়মিত ঢাক বাজানোর তালিম নিচ্ছি। কীভাবে ঢাক ধরতে হয়, বাজানোর সময় কীভাবে সারা শরীরের সঙ্গে ঢাকের তালের একটা সামঞ্জস্য রাখতে হয়, এসবই শিখতে হচ্ছে। তাছাড়া শুটিংয়ের সময় আমাদের সেটে প্রতিদিনই একজন পেশাদার ঢাকি থাকছেন। কীভাবে বাঁ হাত এবং ডান হাতে আলাদাভাবে কাঠি ধরে বাজাতে হয়, ঢাকের কোন জায়গায় কাঠি পরলে কীরকম আওয়াজ বেরোবে, পুরোটাই তিনি হাতে ধরে শেখাচ্ছেন ।” সারাদিন ঢাকের ভারে কাঁধে রীতিমতো যন্ত্রণা করলেও বাজানো থামাচ্ছেন না শ্বেতা।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
এই প্রথম কোনও মহিলা ঢাকির কাহিনী আসছে টেলিভিশনে। বরাবরই তাঁর অভিনীত চরিত্রগুলির জন্য কিছু না কিছু শিখতে হয়েছে শ্বেতাকে। “আমার চরিত্রগুলো বরাবরই একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এর আগে ‘জড়োয়ার ঝুমকো’র জন্য আমাকে সোনার গয়না বানানোর বেশ কিছু পদ্ধতি শিখতে হয়েছিল। আবার ঝিল চরিত্রটির জন্য আমি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম,” জানালেন তিনি।
‘যমুনা ঢাকি’তে শ্বেতার বিপরীতে অভিনয় করবেন রুবেল দাস। রায়বাড়ির ছোটছেলে সঙ্গীতের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যমুনার প্রতিষ্ঠা পাওয়ার পথে একমাত্র সঙ্গীতকেই সে তার পাশে থাকবে। রায়বাড়ির কর্তা, সঙ্গীতের বাবার ভূমিকায় অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঙ্গীতের মায়ের চরিত্রে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়কে। সঙ্গীতের পিসিমার ভূমিকায় রয়েছেন কাঞ্চনা মৈত্র।
যে কোনও পেশাতেই মেয়েদের বাঁধ ভাঙার লড়াই করতে হয়। তবে এবার মেয়েদের জীবনের এক সম্পূর্ণ আলাদা যুদ্ধ উঠে আসবে ‘যমুনা ঢাকি’তে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটির সম্প্রচার।