মুক্তি পেল প্রথম গান, উচ্ছ্বসিত টিম ‘বাবা, বেবি ও…’

RBN Web Desk: সম্প্রতি মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘বাবা, বেবি ও…’-এর প্রথম গান ‘এই মায়াবী চাঁদের রাতে’। মুক্তির দু’দিনের মধ্যেই ইউটিউবে গানটির ২.১০ লাখ ভিউ পেরিয়ে গেছে। গানটি লিখেছেন বাংলাদেশের চমক হাসান মন্ডল এবং ফিরোজা বহ্নি। গানটিতে সুরারোপ করেছেন চমক। বেশ কিছু দিন আগে  বহুল পরিচিত ‘এই মায়াবী চাঁদের রাতে’র ন’বছর পূর্তিতে চমক ও তাঁর স্ত্রী ফিরোজ়া, তাঁদের মেয়ে বর্ণমালাকে নিয়ে গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর থেকেই ঝড়ের গতিতে শেয়ার হতে থাকে গানটি। সেই গানই ফের নতুনভাবে ফিরে এল অরিত্রর ছবিতে। ‘বাবা, বেবি ও…’তে গানটি গেয়েছেন চমক, ইক্সিতা মুখোপাধ্যায় ও হেমলতা চক্রবর্তী। বর্ণমালার কণ্ঠও শোনা গেছে গানটিতে। অন্যান্য সঙ্গত দিয়েছেন অমিত-ঈশান।

‘বাবা, বেবি ও…’-এর কাহিনী কী নিয়ে?

বছর চল্লিশের রোদ্দুর (যীশু সেনগুপ্ত) সারাজীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। তবে বিয়ে না করেও পিতৃত্বের স্বাদ নিতে চায় সে। বর্তমান সমাজে উন্নত চিকিৎসাশাস্ত্রের কারণে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হয় রোদ্দুর। এদিকে রোদ্দুরের প্রেমে পড়ে বছর কুড়ির বৃষ্টি (শোলাঙ্কি রায়)। তবে যমজ সন্তানের কারণে সে রোদ্দুরকে বিবাহিত ভেবে ফেলে। তাছাড়া বাচ্চাকাচ্চাও একবারেই পছন্দ করে না বৃষ্টি। এই নিয়েই শুরু হয় বাবা আর বেবিদের মাঝে ‘ও’-এর আগমন।



‘বাবা, বেবি ও…’ অরিত্র পরিচালিত দ্বিতীয় ছবি। গতবছর লকডাউনের আগে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র জানালেন, “লকডাউনের পর এটা আমার প্রথম কাজ। আমি খুবই উত্তেজিত। আশা করছি প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখতে পাব।”

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

ছবির জন্য এই প্রথম সঙ্গীত পরিচালনা করলেন চমক। ক্যালিফোর্নিয়া নিবাসী চমক পেশায় ইঞ্জিনিয়র। “কাজটা করতে পেরে অত্যন্ত ভালো লেগেছে। এটা আমার জীবনের একটা সম্পদ হয়ে থাকবে,” জানালেন তিনি।

৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘বাবা, বেবি ও…’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *